বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ নিজ বাড়িতে সংবাদিকদের সাথে মত বিনিময়কালে আওয়ামী লীগ ও ওবায়দুল কাদের সম্পর্কে বক্তব্য দেয়ার প্রতিবাদে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন গতকাল শুক্রবার বিকাল ৩টায় উপজেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে করে। বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল তার বক্তব্যে বলেন, সেতুমন্ত্রী নোয়াখালী তথা কোম্পানীগঞ্জে হাজার কোটির টাকার মেগা প্রজেক্ট করছেন। মওদুদ সাহেব এরকম একটি মেগা প্রকল্প দেখাতে পারেননি। তার শাসন আমলে ৫০ কোটি টাকার উন্নয়ন করতে পারেননি। তিনি বাড়িতে আসলে তার উপস্থিতিতে তাদের দলীয় নেতাকর্মীরা প্রতিনিয়ত মারামারি করে। উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন মওদুদ আহমদ এর বক্তব্যের প্রতিবাদে তীব্র নিন্দা জানাই। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, বসুরহাট পৌরসভা সভাপতি রেয়াজুল হক লিটন, সাধারণ সম্পাদক আবুল খায়ের, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম ছারওয়ার, বসুরহাট পৌরসভা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান মিন্টু, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন মুন্না প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।