Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অন্তঃসত্তা স্ত্রী, দুই মেয়ে নিখোঁজ, বাবা গ্রেফতার

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

অন্তঃসত্তা স্ত্রী, দুই মেয়ে নিখোঁজ হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের এক বাবাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বাবার নাম ক্রিস ওয়াটস (৩৩)। গ্রেপ্তারের পর প্রথমবারের মতো তাঁকে আদালতে হাজির করা হয়েছিল। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ক্রিস তাঁর পরিবারের অন্য সদস্যদের হত্যার কথা স্বীকার করেছেন। গত সোমবার থেকে ১৫ সপ্তাহের অন্তঃসত্তা শ্যানান ওয়াটস (৩৪) নিখোঁজ রয়েছেন। একই সময় থেকে নিখোঁজ রয়েছে তাঁদের দুই মেয়ে চেলেস্টে (৩) ও বেলা (৪)। এখনো এ ঘটনায় কোনো মামলা হয়নি। তবে ক্রিস ওয়াটসের বিরুদ্ধে হত্যা ও এর প্রমাণ লুকানোর অভিযোগ আনা হতে পারে। কলোরাডোর ওয়েল্ড কাউন্টির কারা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। বিচারক মার্সেলো কপকাও আইনজীবীদের আগামী সোমবার আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনতে বলেন এবং মঙ্গলবার শুনানির জন্য দিন ঠিক করে দেন। কলোরাডো তদন্ত ব্যুরোর পরিচালক জন ক্যাম্পার বলেন, ‘এ মুহূর্তে আমরা একটি মৃতদেহ খুঁজে পেয়েছি। আমরা মোটামুটি নিশ্চিত এটা শ্যানানের।’ তিনি বলেন, ‘এখন আমরা বেশ ভালোভাবেই জানতে পেরেছি শিশুদের মৃতদেহগুলো কোথায় আছে এবং আমরা সেগুলো উদ্ধারে কাজ করছি।’ বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ