Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

৪০ সিগারেট ২ বছরের শিশুর

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

ইন্দোনেশিয়ার বাসিন্দা র‌্যাপি আনন্দ পামুঙ্কাস নামের শিশুটির বয়স মাত্র দুই বছর। অল্প বয়সী এ শিশু ইতোমধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। সে ধূমপানে এতটাই আসক্ত যে, দিনে তার কমপক্ষে ৪০টি সিগারেট লাগে। মায়ের দোকানের আশপাশে পড়ে থাকা সিগারেটের টুকরা জ্বালিয়ে তার ধূমপান আসক্তির শুরু। মূলত তার থেকে বয়সে বড়রা তাকে সিগারেট খেতে অভ্যস্ত করে ফেলে। প্রথমে তারা যখন সিগারেটের টুকরাতে আগুন ধরিয়ে তার হাতে ধরে দিত, তখন সে বিষয়টা বেশ সানন্দেই গ্রহণ করত। তার হাতে সিগারেট ধরিয়ে দিলে তার মুখে স্মিথ হাসি ফুটে উঠত। এক পর্যায়ে সে ধূমপানে এতটাই আসক্ত হয়ে পড়ে যে, দোকান থেকে সিগারেট চেয়ে নেয়া শুরু করে। র‌্যাপির মা মারিয়াতি (৩৫) জানান, তার ছেলের উন্মাদনা ঠেকাতে তিনি প্রতিদিন দুই প্যাকেট সিগারেট কিনতে বাধ্য হন। সে তার পছন্দের ব্র্যান্ডের সিগারেট না পেলে খুব আগ্রাসী হয়ে যায় এবং রাগে ফেটে পড়ে। দ্য এক্সপ্রেস ট্রিবিউন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশু

১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ