Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তবে কি রাহুল গান্ধী বিয়ে করেছেন?

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

বিয়ে প্রসঙ্গে সোজা উত্তর দিলেন ভারতীয় কংগ্রেসের দলের প্রধান রাহুল গান্ধী। ৪৮ বছর বয়সী রাহুল বললেন, তিনি তো দলকেই (কংগ্রেস) বিয়ে করেছেন। এই বক্তব্যের মধ্য দিয়ে রাহুল বোঝাতে চেয়েছেন, তিনি দলের জন্য নিজেকে উৎসর্গ করেছেন।
রাহুল গান্ধী বর্তমানে দুদিনের সফরে হায়দরাবাদে আছেন। সেখানেই মঙ্গলবার তিনি বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের মুখোমুখি হন। এনডিটিভির খবরে বলা হয়, রাজনীতির গতি-প্রকৃতি নিয়ে আলোচনার একপর্যায়ে তাঁকে বিয়ের পরিকল্পনার সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। আর এতেই রাহুলের সোজা উত্তর, ‘আমার বিয়ে তো দলের সঙ্গেই হয়েছে।’
ওই আলোচনায় রাহুল ভারতের আগামী নির্বাচন নিয়ে বিশদ কথা বলেন। তিনি বলেন, ২০১৯ সালের নির্বাচনে নরেন্দ্র মোদি কোনোভাবেই পুনরায় প্রধানমন্ত্রী হতে পারবেন না। রাহুল গান্ধীরাহুল গান্ধীবিয়ে প্রসঙ্গে সোজা উত্তর দিলেন ভারতীয় কংগ্রেসের দলের প্রধান রাহুল গান্ধী। ৪৮ বছর বয়সী রাহুল বললেন, তিনি তো দলকেই (কংগ্রেস) বিয়ে করেছেন। এই বক্তব্যের মধ্য দিয়ে রাহুল বোঝাতে চেয়েছেন, তিনি দলের জন্য নিজেকে উৎসর্গ করেছেন।
রাহুল গান্ধী বর্তমানে দুদিনের সফরে হায়দরাবাদে আছেন। সেখানেই মঙ্গলবার তিনি বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের মুখোমুখি হন। এনডিটিভির খবরে বলা হয়, রাজনীতির গতি-প্রকৃতি নিয়ে আলোচনার একপর্যায়ে তাঁকে বিয়ের পরিকল্পনার সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। আর এতেই রাহুলের সোজা উত্তর, ‘আমার বিয়ে তো দলের সঙ্গেই হয়েছে।’
ওই আলোচনায় রাহুল ভারতের আগামী নির্বাচন নিয়ে বিশদ কথা বলেন। তিনি বলেন, ২০১৯ সালের নির্বাচনে নরেন্দ্র মোদি কোনোভাবেই পুনরায় প্রধানমন্ত্রী হতে পারবেন না।
রাহুলের ধারণা, বিজেপি লোকসভার নির্বাচনে ২৩০ আসনও পাবে না। তাই নরেন্দ্র মোদির পুনরায় প্রধানমন্ত্রী হওয়ার প্রশ্নই ওঠে না। রাহুল বলেন, উত্তর প্রদেশ ও বিহারে বিজেপিবিরোধী দলগুলোর যে জোট আছে, তাতে আগামী নির্বাচনে বিজেপির আসন কমবে। কংগ্রেস অথবা বিজেপি জোটের বাইরের অন্য কোনো রাজনৈতিক দল যদি সংখ্যাগরিষ্ঠতা পায়, তাহলে কে সরকারপ্রধান হতে পারেন—এমন প্রশ্নের জবাব কৌশলে এড়িয়ে গেছেন রাহুল। তিনি বলেন, তাঁরা এটি নিয়ে কাজ করবেন। এ ছাড়া রাহুল বিভিন্ন রাজ্যে সমমনা দলগুলোর সঙ্গে জোট বাঁধার ইঙ্গিত দিয়েছেন।
এ ছাড়া ভারতজুড়ে চলমান সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন রাহুল। এ জন্য তিনি বিজেপি সরকারকে দায়ী করেন। তাঁর মতে, বর্তমানে ভারতে সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভুগছে।
রাহুল বলেন, নরেন্দ্র মোদি বছরে দুই কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন—এই প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি। এ প্রসঙ্গে রাহুল বলেন, চীন ২৪ ঘণ্টায় ৫০ হাজার মানুষকে কাজ দিতে সক্ষম অথচ ভারত একই সময়ে মাত্র ৪৫৮ জনকে কাজ দিতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাহুল গান্ধী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ