Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হানিফ সংকেত-এর এবারের ঈদের নাটক শেষ অশেষের গল্প

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

প্রতিবারের মত এবারও ঈদের নাটক নির্মাণ করেছেন বরেণ্য নির্মাতা হানিফ সংকেত। প্রতি বছর দুই ঈদে দু’টি নাটক নির্মাণ করেন তিনি। শুরুর দিকে বিটিভির জন্য নির্মাণ করলেও বর্তমানে শুধুমাত্র এটিএন বাংলার জন্য তিনি নাটক নির্মাণ করেন। তার এবারের নাটকের নাম ‘শেষ অশেষের গল্প’। হানিফ সংকেতের নাটকের নাম যেমন ব্যতিক্রমী, গল্পেও তেমনি পাওয়া যায় আলাদা স্বাদ ও বৈচিত্র্য। পাশাপাশি নাটকে থাকে একটি সামাজিক বক্তব্য। যে কারণে হানিফ সংকেতের নাটক দেখার জন্য দর্শকদের বাড়তি আকর্ষণ থাকে। ইদানিংকালের অধিকাংশ নাটকে বাবা-মা’কে খুঁজে পাওয়া না পেলেও হানিফ সংকেতের প্রতিটি নাটকেই থাকে বাবা-মা’র চরিত্র। ফুটে উঠে পারিবারিক ও সামাজিক চিত্র। গ্রামের এক দরিদ্র ও অসহায় যুবকের একই গ্রামের অবস্থাপন্ন পরিবারের একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একসময় জীবিকার তাগিদে যুবকটি বিদেশে চলে যায়। প্রেমিকের অনুপস্থিতিতে মেয়েটিকে ঘিরে গ্রামে ঘটতে থাকে নানান ঘটনা ও রটনা। এসব ঘটনাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ‘শেষ অশেষের গল্প’। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, শর্মিলী আহমেদ, মীর সাব্বির, কুসুম শিকদার, সাঈদ বাবু, সুভাশিষ ভৌমিক, শামীম, রকিবুল হাসান, নজরুল ইসলাম, গুলশান আরা, পুতুল, বাহার, মতিউর রহমানসহ আরো অনেকে এবং একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ। এবারের পুরো নাটকটিই চিত্রায়ন হয়েছে সিঙ্গাইরে অবস্থিত ফাগুন নিকেতনে। নাটকের সূচনা সঙ্গীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন হানিফ সংকেত, সঙ্গীতায়োজন করেছেন মেহেদী, কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই। আবহ সঙ্গীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হানিফ সংকেত। প্রচারিত হবে ঈদের দিন রাত ৮:৩০ মিনিটে। এটিএন কর্তৃপক্ষ জানায়, প্রতিবারই হানিফ সংকেতের নাটকে আমাদের দর্শক থাকে বেশি। যেহেতু শুধুমাত্র একটি চ্যানেলে তার একটি মাত্র নাটক প্রচারিত হয়, তাই বিভিন্ন জরীপে দেখা যায় ঈদ অনুষ্ঠানমালায় হানিফ সংকেতের নাটক চলার সময় দর্শক থাকে সবচাইতে বেশি। তাই আমাদেরও বিশ্বাস বরাবরের মত এবারও এসময় এটিএন বাংলার দর্শক থাকবে সবচেয়ে বেশি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদের নাটক

১৯ জুলাই, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ