Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় হেলপার নিহত

লালমনিরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৮, ১০:৩০ এএম

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় থেমে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ে (২৮) এক চালকের সহকারী নিহত হয়েছেন।
মঙ্গলবার মধ্যরাতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের উপজেলার হাজরানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন জানান, বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি ট্রাক হাজরানিয়া এলাকায় মহাসড়কের পাশে রেখে চালক ও চালকের সহকারী হোটেলে খাবার খেতে যান। এ সময় পেছন থেকে আসা ওপর একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে চালকের সহকারী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনা দেখে অন্য ট্রাকটির চালক ও চালকের সহকারীও খাবার ফেলে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা ট্রাকে আটকা পড়া সহকারীকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ