Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

বিএনপি দুঃস্বপ্ন দেখছে নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

বাংলাদেশ আ.লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে দুঃস্বপ্ন দেখছে, তাদের সাম্প্রদায়িক দোসরদের নিয়ে দেশে-বিদেশে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জনগণকে খুশি রাখবেন, ভালো ব্যবহার করবেন, যারা ভুল করেছেন তারা ভবিষ্যতের জন্য সংশোধন হয়ে যান। ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে আওয়ামী লীগের সুদৃঢ় ঐক্যের কোনো বিকল্প নেই।’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন ‘বেগম খালেদা জিয়ার সন্তানের মৃত্যুতে শোক জানানোর জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার বাসায় যাওয়ার পরও মওদুদ আহমদ ও বিএনপির নেতারা দরজা বন্ধ করে দেন। এতে বুঝা যায় তারা আসলে সংলাপ চায় না। তাদের ইস্যু হচ্ছে বিদেশিদের কাছে নালিশ করা।’ তিনি গতকাল মঙ্গলবার সকাল ১১টায় নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জের বসুরহাট পৌর মিলনায়তনে কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন কর্তৃক আয়োজিত ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী সঞ্চালনায় এ সভায় আরো উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান বাদল প্রমুখ।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ