প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স¤প্রতি আলি আব্বাস জাফরের বড় বাজেটের ফিল্ম ‘ভারত’ ছেড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ক্রিস জোনাসের সঙ্গে বিয়ে করা এবং ক্রিস প্র্যাটের বিপরীতে হলিউডের একটি ফিল্মে অভিনয়ের জন্যই তার এই পদক্ষেপ। ‘ভারত’ ফিল্মটির প্রধান অভিনেতা সালমান খান এতদিন এ সম্পর্কে মুখ খোলেননি। ‘লাভ রাত্রি’ চলচ্চিত্রের ট্রেইলার মুক্তির অনুষ্ঠানে তিনি তার প্রতিক্রিয়া জানিয়েছেন। সালমান বলেন : “ এই ‘লাভ রাত্রি নিয়ে ব্যস্ত ছিলাম বলে বেশ কয়েকদিন পত্রিকা পড়তে পারিনি। সালমান বলেন : “আমি তার জন্য সত্যই খুশি। সেই সময় আমি যদি জানতাম তিনি সেখানে (হলিউডে) ভড় চলচ্চিত্রে সাইন করেছেন আমি তাকে আটকাতাম না। শেষ মুহূর্তে শুটিংয়ের ১০ দিন আগে জেনেছি তিনি ফিল্ম ছাড়তে চাইছেন। আমরা বলেছি, না করতে চাইলে করবেননা। আমাদের তিনি অন্য কিছু কারণ দেখিয়েছেন। ভারতে কাজ না করবার জন্য বিয়ের কারণ হোক বা হলিউডের ফিল্ম হোক বা টিভি শো তা তার কারণ। তিনি ভাল কাজ করবেন এ জন্য আমরা তার পাশে আছি। এখানে কাজ না করলে কী হয়েছে, তিনি সেখানে কাজ করে হিন্দুস্তানের নাম উজ্জ্বল করবেন। তিনি সালমানের সঙ্গে কাজ না করে হলিউডে বড় নায়কের সঙ্গে কাজ করলে তো তিনি হিন্দুস্তানের নামই উজ্জ্বল করবেন।” প্রিয়াঙ্কা ‘ভারত’ ফিল্মটি ছাড়ার পর তার স্থলাভিষিক্ত হয়েছেন ক্যাটরিনা কাইফ। চলচ্চিত্রটি ২০১৯-এর ঈদে মুক্তি পাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।