মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইকুয়েডরে নিহত ১২
ইনকিলাব ডেস্ক : বাস উল্টে গিয়ে ইকুয়েডরিয়ান ফুটবল টিম বার্সেলোনা এসসি-র অন্তত ১২ সমর্থক নিহত হয়েছেন। সোমবারের এ দুর্ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছেন। কুয়েনকা শহরে দেপার্তিভো কুয়েনকার সঙ্গে বার্সেলোনা এসসির অ্যাওয়ে ম্যাচ দেখে বন্দর শহর গুয়াকুইলে ফেরার সময় বাসটি দুর্ঘটনায় পড়ে। তবে কী কারণে বাসটি রাস্তায় মধ্যে উল্টে পড়েছে তা পরিষ্কার হয়নি। রয়টার্স।
পাল্টা হামলায়
ইনকিলাব ডেস্ক : জম্মু ও কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর হামলার পর পাল্টা হামলায় দুই পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। সোমবার রাতে জম্মু ও কাশ্মির রাজ্যের কুপওয়ারা জেলার নিয়ন্ত্রণ রেখা বরাবর এ ঘটনা ঘটেছে বলে সেনাবাহিনীর বরাতে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। তানধর সেক্টরে অনুপ্রবেশকারীদের ভারতনিয়ন্ত্রিত এলাকায় প্রবেশের সুযোগ করে দিতে পাকিস্তানি বাহিনী গুলিবর্ষণ করছিল বলে অভিযোগ ভারতীয় সেনাবাহিনীর। এনডিটিভি।
হিমাচলে নিহত ১৮
ইনকিলাব ডেস্ক : ভারতের উত্তরাঞ্চলীয় হিমাচল প্রদেশে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৮ জনের প্রাণহানি ঘটেছে। সোমবার ভূমিধসে রাজ্যের সোলান জেলায় আটজনের মৃত্যু হয়। এছাড়া বন্যার পানিতে ভেসে গেছে এক শিশু। অন্যদিকে মান্ডি জেলায় তিনজনসহ হামিরপুর ও কংগরা জেলায় কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই দুর্যোগের ফলে রাজ্যজুড়ে অসংখ্য মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থাও। সতর্কতা হিসেবে প্রদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। পিটিআই।
বাতিল করল সিঙ্গাপুর
ইনকিলাব ডেস্ক : পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ১৩ হাজার কোটি রুপি জালিয়াতির জন্য অভিযুক্ত নীরব মোদির নাগরিকত্বের আবেদন বাতিল করে দিয়েছে সিঙ্গাপুর সরকার। এদিকে গত মাস থেকেই মোদির বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি হয়েছে। ফলে ইন্টারপোলের ১৯২ সদস্য দেশের মধ্যে যে কোনো জায়গা থেকে তাকে গ্রেফতার করে ভারতে ফেরত আনা যাবে। আলোচিত এ জালিয়াতির মামলায় আরেক অভিযুক্ত মোদির মামা মেহুল চোকসি পালিয়ে অ্যান্টিগুয়ায় অবস্থান করছেন। বিবিসি।
হেলিকপ্টার বিধ্বস্ত
ইনকিলাব ডেস্ক : তাজিকিস্তানে পর্বতের ওপর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিনজন রুশ পর্বতারোহী ও হেলিকপ্টারের দুজন তাজিক পাইলট। তবে হেলিকপ্টারের আরোহীদের মধ্যে ১২ পর্বতারোহী ও একজন তাজিক ক্রু রয়েছেন। আরোহীদের মধ্যে ৯ জন রুশ, দুজন বেলারুশ ও স্পেনীয় নাগরিক নিখোঁজ হয়েছেন। পর্বত ইসমোইলি সোমনি থেকে ফেরার পথে স্থানীয় সময় রোববার বিকাল সাড়ে ৫টায় হেলিকপ্টারটি দুর্ঘটনার মুখে পড়ে। এর পর উদ্ধারকাজ চালাতে ঘটনাস্থলে দুটি হেলিকপ্টার পাঠায় তাজিকিস্তানের জরুরি উদ্ধার কমিটি। রয়টার্স।
পাকিস্তানে নিহত ৮
ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের একটি কয়লাখনিতে বিস্ফোরণে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। দেশটির বেলুচিস্তান প্রদেশের সঞ্জাদি এলাকায় এই ঘটনা ঘটে। বিস্ফোরণের পর খনি থেকে ছয় জনের লাশউদ্ধার করা হয়েছে। তবে এখনো আটকে পড়া শ্রমিকদেরও উদ্ধারে চেষ্টা চালাচ্ছে বেলুচিস্তান প্রাদেশিক বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছেন, সঞ্জাদির ওই কয়লা খনিতে বিস্ফোরণে খনির দেওয়াল ধসে পড়লে সেখানে কর্মরত শ্রমিকরা চাপা পড়ে
যান। গার্ডিয়ান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।