Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৯০ বছর বাস করেও নাগরিকত্ব না পাওয়া অপমানজনক

ইনকিলাব ডেস্ক : q | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৮, ১২:০৫ এএম

আসামের নাগরিকত্বের তালিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, অনেক স্থানীয় বাসিন্দা। তাদের অভিযোগ, ভুলভাবে প্রণয়ন করা হয়েছে এ তালিকা। এ জন্য কর্তৃপক্ষের অবহেলাকেই দুষছেন তারা। বর্তমানে চলমান যাচাই-বাছাই প্রক্রিয়ায় তথ্যকেন্দ্রের মাধ্যমে বাসিন্দারা জানতে পারছেন, কী কারণে বাদ পড়তে হলো তাদের। আগামী একমাসের মধ্যে প্রত্যেককে প্রয়োজনীয় নথি জমা দেয়ার বাধ্যবাধকতা রয়েছে। এ অবস্থায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আবারও অভিযোগ, বিজেপি সরকার আসামের মানুষদের নিয়ে স্রেফ রাজনীতির খেলা শুরু করেছে। হাসিবুন নেসা। আসামের ৯০-ঊর্ধ্ব এক বাসিন্দা। তার জন্ম-বেড়ে ওঠা এ রাজ্যে হলেও নাগরিকত্বের তালিকায় নাম আসেনি। ভারতীয় ভোটার আইডি কার্ড এবং পাসপোর্ট থাকা সত্তে¡ও, নাগরিক হিসেবে স্বীকৃতি না পাওয়ায় হতবাক এই বৃদ্ধা। এ অবস্থায় প্রশ্ন তুলেছেন পুরো নিবন্ধন প্রক্রিয়া নিয়েই। তিনি বলেন, এটা খুবই অপমানজনক। জীবনের এতোটা বছর এখানে বাস করলেও কীভাবে বাদ পড়লাম সেটাই বুঝতে পারছি না। খোদ আসামের বিধায়করাই এখন প্রশ্ন তুলছেন নাগরিক তালিকা নিয়ে। তারাও মানছেন, কেবল কর্তৃপক্ষের অবহেলাতেই বাদ পড়েছেন লাখ লাখ মানুষ। এছাড়া মুসলিম হওয়ার কারণেও অনেকের নাম তালিকায় আসেনি বলেও অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বাদ পড়াদের অধিকাংশই মুসলিম বলে জানান তারা। বর্তমানে বাদ পড়া বাসিন্দারা বিভিন্ন তথ্যকেন্দ্রে গিয়ে জানতে পারছেন, কী কারণে বাদ পড়লেন। সেই অনুযায়ী আগামী এক মাসের মধ্যে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে তাদের। এদিকে, এরই মধ্যে, যাদের নাম তালিকায় এসে গেছে, তাদেরও পুনরায় পর্যালোচনার আওতায় আনা হবে বলে জানায় কর্তৃপক্ষ। রাজ্য এবং কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় থাকায় আসাম সংকট আরও জটিল আকার ধারণ করেছে বলে অভিযোগ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার সাংবাদিকদের তিনি অভিযোগ করেন, বিজেপি আসামের মানুষদের নিয়ে রাজনীতি করছে, আর এই রাজনীতির শিকার হয়েছেন ৪০ লাখ মানুষ। বাংলা ভাষায় কথা বললেই তারা বাংলাদেশি- এমন ধ্যান-ধারণা পরিত্যাগেরও আহŸান জানান মমতা। স্ক্রল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাগরিকত্ব

১৮ ফেব্রুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ