Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩২ জনকে দুদকে তলব কয়লা কেলেঙ্কারি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

বড়পুকুরিয়া কয়লাখনিতে দুর্নীতির মামলার তদন্তের অংশ হিসেবে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) ৩২ কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। চলতি মাসেই তাঁদের সবাইকে জিজ্ঞাসাবাদ করবে সংস্থাটি। সোমবার দুদকের উপপরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা সামছুল আলম ৩২ জনকে তলব করে দুটি আলাদা চিঠি পেট্রোবাংলা চেয়ারম্যানের কাছে পাঠিয়েছেন। চিঠিতে এসব কর্মকর্তা বরাবর নোটিশ জারি করে নির্দিষ্ট তারিখে দুদকে উপস্থিত থাকার ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়েছে।
তলবকৃত কর্তকর্তারা হলেন: উপমহাব্যবস্থাপক মোঃ নাজমুল হক; ব্যবস্থাপক মোঃ শোয়েবুর রহমান; ব্যবস্থাপক মোঃ সাইদ মাসুদ; উপব্যবস্থাপক মোঃ মাহাবুব হোসেন; সহকারী ব্যবস্থাপক মোঃ মনিরুজ্জামান; সহকারী ব্যবস্থাপক মোঃ মাহাবুব রশিদ ও ব্যবস্থাপক মোঃ দিদারুল কবিরকে ১৬ আগস্ট দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে। মহাব্যবস্থাপক আবু তাহের মোঃ নুরুজ্জামান চৌধুরী; উপ-মহাব্যবস্থাপক এ কে এম খালেদুল ইসলাম; উপ-ব্যবস্থাপক মোরশেদুজ্জামান; উপ-ব্যবস্থাপক হাবিবুর রহমান; উপ-ব্যবস্থাপক জাহেদুর রহমান; উপ-ব্যবস্থাপক সত্যেন্দ নাথ বর্মণ; ব্যবস্থাপক সৈয়দ ইমাম হাসান ও উপ-মহাব্যবস্থাপক জোবায়ের আলীকে হাজির থাকতে বলা হয়েছে ২৮ আগস্ট।
ব্যবস্থাপনা পরিচালক হাবিব উদ্দিন আহমদ; সাবেক মহাব্যবস্থাপক, কোম্পানি সেক্রেটারি আবুল কাশেম প্রধানিয়া ও মোশারফ হোসেন সরকার; মহাব্যবস্থাপক মাসুদুর রহমান হাওলাদার; ব্যবস্থাপক অশোক কুমার হালদার; ব্যবস্থাপক আরিফুর রহমান; ব্যবস্থাপক জাহিদুল ইসলাম এবং উপ-ব্যবস্থাপক একরামুল হককে তলব করা হয়েছে ২৯ আগস্ট।
৩০ আগস্ট দুদকে হাজির থাকতে বলা হয়েছে উপ-ব্যবস্থাপক মোঃ খলিলুর রহমান; সাবেক মহাব্যবস্থাপক আব্দুল মান্নান পাটোয়ারি ও গোপাল চন্দ্র সাহা; ব্যবস্থাপক সারোয়ার হোসেন; ব্যবস্থাপক মোঃ কামরুল হাসান; উপব্যবস্থাপক মোহাম্মদ নোমান প্রধানীয়া; সাবেক মহাব্যবস্থাপক এ কে এম সিরাজুল ইসলাম ও শরিফুল আলম এবং সহকারী ব্যবস্থাপক আল আমিনকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কয়লা

১০ ফেব্রুয়ারি, ২০২২
১৩ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ