মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিলেও এর উল্টো পথে হাঁটছে চীন। গণমাধ্যম সিএনএন জানিয়েছে, রাশিয়ার কাছ থেকে কম মূল্যে কয়লা কিনছে চীন। শুধু তাই নয় রাশিয়াকে সুবিধা দিতে রাশিয়ার কয়লার ওপর সকল শুল্ক মওকুফ করে দিয়েছে শি জিংপিং প্রশাসন। শুল্ক মওকুফ করার কারণে মূল সুবিধাটা পাচ্ছে রাশিয়াই। তাছাড়া রাশিয়া থেকে কয়লা আমদানিও অন্যন্য সময়ের চেয়ে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে এশিয়া ও বিশ্বের অন্যতম শক্তিশালী দেশটি। সিএনএন জানিয়েছে, রাশিয়ার কাছ থেকে রেকর্ড পরিমাণ কয়লা কিনেছে চীন। গত এপ্রিলে তারা যে পরিমাণ কয়লা কিনেছে, এত পরিমাণ কয়লা এর আগে কখনো কেনেনি তারা। চীন মার্চ-এপ্রিল মাসে রাশিয়ার কাছ থেকে কিনেছে ৪.৪২ মেট্রিক টন কয়লা। এর মাধ্যমে অস্ট্রেলিয়াকে সরিয়ে রাশিয়া এখন চীনে দ্বিতীয় সর্বোচ্চ কয়লা রপ্তানিকারক দেশ হিসেবে জায়গা করে নিয়েছে। বর্তমানে চীনের কয়লা চাহিদার ১৯ ভাগ যোগান দিয়েছে রাশিয়া। মার্চ মাসেও এটি ছিল ১৪ ভাগ। রাশিয়া থেকে চীন কয়লা আনায় দুই দেশই লাভবান হচ্ছে। যদিও তারা অঙ্গীকার করেছিল জলবায়ু বিপর্যয় ঠেকাতে কাজ করবে তারা। কিন্তু নিজেদের ইন্ডাস্ট্রি, জ্বালানি স্টেশন এবং অবকাঠামো বাড়ানোর জন্য চেষ্টা করছে চীন। ফলে তাদের কয়লা প্রয়োজন। সিএনএন
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।