রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া এমপি বলেছেন, আ.লীগের উন্নয়নমূলক কাজ জনগণের কাছে তুলে ধরুন, দলের সার্থে দেশের স্বার্থে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুন। তিনি আরো বলেন, বিএনপি পুনরায় ক্ষমতায় এলে পেট্রোল দিয়ে মানুষ পুড়িয়ে মারবে, গাড়ি ভাঙচুর করবে দেশের টাকা বিদেশে পাচার করবে। তিনি গতকাল রোববার দাউদকান্দি পৌরসদরে ডিকে ভবন প্রাঙ্গণে পৌর আ.লীগের ও দাউদকান্দি উত্তর ইউনিয়নের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপির সহধর্মীনি মাহমুদা ভূইয়া। উপজেলা আ.লীগের সভাপতি অ্যাড. লিল মিয়া চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌরমেয়র নাইম ইউসুফ সেইন, প্যানেল রকিব উদ্দিন মৌলভি, সেক্রেটারি ইঞ্জিনিয়ার আব্দুস ছালাম, যুবলীগ নেতা শাহজাহান খন্দকার, আল আমিন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।