Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ফল ব্যবসায়ীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০১৮, ৪:১৯ পিএম

রবিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড়ে ট্রাক থেকে পড়ে সন্তোষ রায় (২৫) ওরফে (কাচ্চু রায়) নামক এক ফল ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আদাউর গ্রামের হরি রায় এর ছেলে। জানা যায়, দুপুর ১২টার দিকে কাচ্চু রায় ও তার সহযোগিরা সকালে নরসিংদী থেকে কাঁঠাল কিনে ট্রাকযোগে মাধবপুর যাবার সময় ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড় এলাকায় ফাহাদ ফিলিং স্টেশনের সামনে ট্রাকটি হঠাৎ ব্রেক করলে কাচ্চু ট্রাকের উপর থেকে ছিটকে ট্রাকটির চাকার নীচে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। নিহতের মরদেহ জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন সরকার জানান, ট্রাকটি হার্ডব্রেক করার কারণে গাড়ি থেকে সে ছিটকে পড়ে মারা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ