বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিতের দাবিতে ১৬ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অবস্থান কর্মসূচি পালন করবেন সাংবাদিকরা। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে সংগঠনের সভাপতি মোল্লা জালাল এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, ১৫ অগাস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও পরদিন ১৬ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অবস্থান নেবেন সাংবাদিকরা।
তিনি বলেন, সাংবাদিকরা কোনো দল করে না, তারা কোনো গোয়েন্দা সংস্থার এজেন্ট না। তারা রাষ্ট্রের দায়িত্ব পালন করেন। এ কারণে সাংবাদিকদের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। এর আগে হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হলেও এতদিনে কাউকে গ্রেফতার করা হয়নি।
সংগঠনের মহাসচিব শাবান মাহমুদ বলেন, হামলাকারীদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনা না হলে সাংবাদিকরা লাগাতার বিক্ষোভ কর্মসূচি পালন করতে বাধ্য হবে। সমাবেশে বিএফইউজে একাংশের সহ-সভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা, যুগ্ম সম্পাদক আবদুল মজিদ, কোষাধ্যক্ষ দ্বীপ আজাদ, ডিউজে একাংশের সভাপতি আবু জাফর সূর্য, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। ঢাকা সাব এডিটরস কাউন্সিলও সমাবেশে অংশ নেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।