বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীর বাসা এলাকায় ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ৩জন। এর মধ্যে মহানগর ছাত্রদল সাবেক কমিটির সহ-প্রচার সম্পাদক ফয়জুর রহমান রাজুর (২৬) অবস্থা আশংকাজনক।
আজ (শনিবার) রাত সাড়ে ৯টার কুমারপাড়া রোড পয়েন্টে এ ঘটনা ঘটে। এসময় আরিফুল হক চৌধুরী নগরীর আরামভাগ এলাকায় আমানউল্লাহ কনসভেনশন সেন্টারে একটি বিয়েতে অবস্থান করছিলেন বলে জানা যায়।
সিসিকের মেয়র হিসেবে আরিফুল হক পুনরায় নির্বাচিত হওয়ায় বিজয় মিছিল নিয়ে আরিফের বাসার সামনে আসেন ছাত্রদল নেতাকর্মীরা। এরপর জড়ো হওয়ানেতাকর্মীদের উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন আরিফ। পরে একে একে করে বিদায় নিতে থাকেন নেতাকর্মীরা। এর মধ্যে আহত রাজু ্ও উজ্জ্বল ছিল। তারা মোটর সাইকেল করে ফেরার পথে। তবে শাহী ঈদগাহর দিক থেকে কয়েকটি মোটরসাইকেলে কিছু যুবক এসে তাদের উপর হামলা চালায়। এসময় হামলাকারীরা স্টাম্প, দাসহ দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর হামলা করে। তখন এক যুবক সেখানে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। উল্লেখ্য সিলেট ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে কমিটি নিয়ে পদবঞ্চিতদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল ইদানিং। তবে পদ প্রাপ্তরা ছিল বেপরোয়া। তারই জের ধরে পদবঞ্চিতদের লক্ষ্য করে অকস্মাৎ হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। হামলায় গুরুতর আহত তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে সিলেট কোতোয়ালী থানার ওসি মোশারফ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- কুমারপাড়ায় ঝামেলার ঘটনা শুনেছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।