বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আসন্ন সিলেট সিটি নির্বাচনকে সামনে রেখে সিলেট জেলা-মহানগর ও সিলেট বিভাগের চার জেলা নেতৃবৃন্দকে নিয়ে সিলেট বিভাগীয় বিএনপির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভা মঙ্গলবার বিকালে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের তাতীপাড়াস্থ বাসায় অনুষ্ঠিত হয়। সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি কলিম উদ্দিন মিলন, বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি.কে গৌছ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটির সদ্য সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ, মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান ও সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল প্রমুখ। সভায় আসন্ন সিলেট সিটি নির্বাচনে ধানের শীষের মেয়র পদপ্রার্থী আরিফুল হক চৌধুরীকে বিজয়ী করতে সিলেট মহানগর ও চার জেলার সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় কর্মপন্থা নির্ধারণের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়। সকল ভেদাভেদ ভুলে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে সর্বস্তরের নেতাকর্মীদেরকে ময়দানে ঝাঁিপয়ে পড়ার আহ্বান জানানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।