Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশ ক্রিটিক্যাল অবস্থার মধ্য দিয়ে চলছে -ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৮, ৪:৪৭ পিএম

বাংলাদেশ বর্তমানে আর্ন্তজাতিক ও অভ্যন্তরীণ ক্রিটিক্যাল অবস্থার মধ্য দিয়ে চলছে। আজ শনিবার দুপুরে পাবনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বললেন, ডিজিএফআই-এর সাবেক পরিচালক মেজর জেনারেল (অব.)নজরুল ইসলাম রবি। পাবনা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগের সভাপতিত্বে এবং কামাল আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় এই সম্মেলনে অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সাংবাদিক এবাদত আলী প্রমুখ । নজরুল ইসলাম রবি বলেন, জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে ষড়যন্ত্রকারীরা এখন খুব একটা সুবিধা করতে পারছে না। সুযোগ পেলে তারা আর একটি ১৫ আগস্টের মত মর্মান্তিক ঘ ট না সৃষ্টি করবে। এ দিন তারা স্বাধীনতা যুদ্ধের অগ্রনায়ক, জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে ,স্বাধীনতা ,সার্বভৌমত্ব নস্যাৎ করতে চেয়ে ছিল। তার দুই কন্যা দেশের বাইরে থাকায় প্রাণে রক্ষা পান। এই সব ষড়যন্ত্রকারীরা থেমে ছিল না, ২৪ আগস্ট জননেত্রী , আওয়ামীলীগ সভানেত্রীর জনসভায় গ্রেনেড হামলা করে। তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পান। এই হামলায় আমরা আইভি রহমানের মত একজন দক্ষ নেত্রীকে হারিয়েছি।আহত হন অনেকেই। এ গুলো ভুলে গেলে চলবে না। ষড়যন্ত্রকারীরা সক্রিয় আছে, সুযোগ পেলে তারা ছোবল দেবে। দেশের মানুষকে সজাগ থাকতে হবে। পাবনার আটঘরিয়া বেরুয়ান এলাকার টাঙ্গাইলের পীর হযরত সানির তরিকা অনুসারী মেজর জেনারেল (অব.) নজরুল ইসলাম রবি পরিশেষে পাবনা-৪ আসন (ঈশ্বরদী-আটঘরিয়ায়) আওয়ামীলীগের প্রার্থী হওয়ার ইচ্ছা ব্যক্ত করেন। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, আধ্যাত্মিক পথেও মানুষের কল্যাণ করা যায় এবং রাজনীতি দিয়েও কল্যাণ করা যায়। বরং আধ্যাত্মবাদ ও রাজনীতি একীভূত হলে আত্মপরিশুদ্ধির মাধ্যমে জনগণের কল্যাণে আরো বেশী কাজ করা সম্ভব। তিনি আগামী নির্বাচনে সারা দেশে আওয়ামীলীগ প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দেশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ