Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোনো ষড়যন্ত্র সিলেটে কার্যকর হবে না -আরিফুল

সিলেট অফিস | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৮, ২:০২ পিএম

সিলেট সিটি নির্বাচনে রিটার্নিং অফিসারের ঘোষিত ফলে এগিয়ে থাকা বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেছেন, জনগণ প্রমাণ করেছে কোনও ষড়যন্ত্র সিলেটে কার্যকর হবে না। জণগণের থেকে ছিন্ন হয়ে গেলে কোনও ভাবেই তাদের রায় ছিনিয়ে নেওয়া যায় না। এই অঞ্চলের জনগণ অত্যন্ত বিনয়ী ও শ্রদ্ধাশীল। তারা কোনও অন্যায়কে প্রশ্রয় দেয়নি। আর কোনদিন দিবেও না। ইনশাআল্লাহ সব ষড়যন্ত্র মোকাবেলা করেই আমি বিজয়ী হব।
শনিবার দুপুর ১২টার দিকে বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিকস বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। নির্বাচনের পরিবেশ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আজ কেমন ভোট হচ্ছে তা সিলেটবাসী দেখছে। জনগণের ভোটে আমি এগিয়ে আছি। আজও ভোটাররা আমাকেই ভোট দিচ্ছে। মেয়র নির্বাচিত হলে সিলেট সিটিতে উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখার অঙ্গীকার করেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আরিফুল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ