Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতারিত ১৬৫ হজযাত্রী ক্যাম্পে কাঁদছেন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৮, ১:০১ এএম

চলতি বছর ৮৯২ জন হজে যেতে পারছেন না। এদের মধ্যে বিভিন্ন বেসরকারী হজ এজেন্সি’র প্রতারণার শিকার ১৬৫ জন হজযাত্রী হাজী ক্যাম্পে অনাহার-অনিদ্রায় দিন কাটাচ্ছেন। হজে যেতে না পেরে এদের অনেকেই কান্নাকাটি করে প্রহর গুনছেন। প্রতারক হজ এজেন্সি’র মালিকরা হজের লাখ লাখ টাকা নিয়ে গা-ঢাকা দিয়েছে।
নিবন্ধন করলেও হজ ভিসা জটিলতা, অসুস্থতা এবং ব্যক্তিগত কারণে ৭২৭ জন হজে যেতে পারবেন না। এদের মধ্যে সরকারী ব্যবস্থাপনায় ৩৯ জন স্বেচ্ছায় হজে যাবেন না। প্রতারণার শিকার হজযাত্রীরা হাজী ক্যাম্পে কান্না-কাটি করে দিন কাটাচ্ছেন। হজ অফিসের পরিচালক হজ মো: সাইফুল ইসলাম ইনকিলাবকে বলেন, প্রতারক হজ এজেন্সি’র মালিকদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, সদরঘাট এলাকার হজ এজেন্সি এয়ার লাইফ ইন্টারন্যাশনাল ট্রাভেলসের স্বত্বাধিকারী পীরজাদা মোতাওয়াক্কিল বিল্লাহ ১২৬ জনের হজ ভিসা না করেই হজের টাকা নিয়ে সউদী আরবে গা-ঢাকা দিয়েছে। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এসব হজযাত্রী ৩/৪ দিন যাবত হাজী ক্যাম্পে অনাহার-অনিদ্রায় দিন কাটাচ্ছেন। ড.মুফতী এম এ আজিজ হজ এন্ড ট্যুরস (৭৪৩) ও মেসার্স এস এস ইন্টারন্যাশনাল (৯৬৪)- এর মাধ্যমে পাটনার মাওলানা মোশাররফ হোসাইন (নওগাঁর শিকারপুর ) ১৪ জন হজযাত্রীকে হজে নেয়ার কথা বলে পাসপোর্ট ও টাকা নিয়ে উধাও হয়েছে। উক্ত হজ এজেন্সি’র মালিক জি এস এম মাসুদকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। গতকাল নাটোরের প্রতারণার শিকার ১৪ জন হজযাত্রী’র মুক্তিযোদ্ধা হেদায়েত উল্লাহ প্রামানিক, নজরুল ইসলাম তার স্ত্রী শারেজা ইসলাম, মাওলানা আসগর আলী সিফাত শাহ বাদশা প্রামানিক, মনসুর আলী, শহিদুল ইসলাম তার স্ত্রী তাহমিনা খাতুন, রবিউল আলম সরকার তার স্ত্রী সাবিনা বেগম বোন, সেলিনা ভানু, মুসলিম সরকার হাজী ক্যাম্পে গিয়ে পরিচালক হজ-এর কাছে প্রতারক হজ এজেন্সি’র বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য লিখিত আবেদন পেশ করেন। প্রতারক মোশাররফ হোসেন সব মোবাইল ফোন বন্ধ করে দিয়েছে। হাবের একটি সূত্র জানায়, মুসাফির ট্রাভেলসের মালিক শফিকুর রহমানও প্রায় ২৫ জন হজযাত্রীকে হজে না পাঠিয়ে হজে টাকা নিয়ে উধাও হয়েছে। সব হজযাত্রী হাজী ক্যাম্পে চরম হতাশায় দিন কাটাচ্ছে। হাব মহাসচিব এম শাহাদাত হোসাইন বলেন, হজযাত্রীদের সকল ভিসা সম্পন্ন হয়েছে। ৭২৭ জন হজযাত্রী স্বেচ্ছায় এবার হজে যাচ্ছেন না। কয়েকটি হজ এজেন্সি’র প্রায় ১৬৫ জন হজযাত্রী প্রতারণার শিকার হয়েছে বলেও হাব মহাসচিব স্বীকার করেন। তিনি বলেন, এ ব্যাপারের অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। আগামী ১৫ আগষ্ট বিমানের শেষ হজ ফ্লাইট (বিজি-৭০৯৩ ) বিকেল ৩ টা ৫৫ মিনিটে ৪১৯ জনযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা। সাউদিয়ার হজ ফ্লাইট ১৭ আগষ্ট শেষ হবে। ২৭ অগাস্ট বিমানের ফিরতি হজ ফ্লাইট শুরু হয়ে ২৫ সেপ্টেম্বর তা শেষ হবে। জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ অগাস্ট হজ হতে পারে।



 

Show all comments
  • Shahin ১১ আগস্ট, ২০১৮, ৬:৪৯ এএম says : 0
    Govt should take hard action against false travel agency , why they are playing with holy Hazz ?? its a very pathetic Hazi shaseeban ra crying in the Hazz camp ,
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হজ

২৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩
১৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ