Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াদ্দা ব্রিজ যেন মরণফাঁদ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে : | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৮, ১:০১ এএম

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ডের নবীগঞ্জ নোয়াদ্দা খনকার (খন্দকার)বাড়ির ব্রীজটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভীর দৃষ্টিহীণতার কারণে কেবল অস্তিত্ব নিয়েই ঠায় দাড়িয়ে আছে ব্রীজটি। প্রায় সহ¯্রাধিক পরিবারের চলাচলের একমাত্র সংযোগ মাধ্যম হওয়ায় প্রতিদিন হাজার হাজার পথচারী জীবনের ঝুঁকি নিয়েই এই ব্রীজ দিয়ে যাতায়াত করে আসছে। নাম প্রকাশ না করার শর্তে এলাকার জনৈক বাসিন্দা গণমাধ্যমকে জানান,ব্রীজটি অনেক দিন ধরেই অরক্ষিত হয়ে আছে। প্রতিদিন শত শত পথচারী এবং স্কুল-কলেজের ছেলে-মেয়েরা জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রীজটি হয়ে যাতায়াত করছে। যে কোন মুহুর্তে এটি ধ্বসে জান-মালের অপূরণীয় ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ব্রীজটি পূণঃনির্মাণ অতীব জরুরী। ব্রীজটি দ্রæত পূনঃনির্মাণ না করা হলে এলাকাবাসী মানববন্ধনসহ নানা কর্মসূিচ পালণ করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রিজ

২ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ