Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজারে এনজিওর গাড়ির নিচে প্রাণ হারাল ব্যবসায়ী

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৮, ৪:০৫ পিএম

কক্সবাজার শহরের কলাতলী বাইপাস সড়কে একটি এনজিওর জিপের ধাক্কায় আবদুর রশিদ কোম্পানী (৫৮) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

নিহত ব্যবসায়ী আবদুর রশিদ কোম্পানী স্থানীয় বাসিন্দা এবং পেকুয়া মগনামার মরহুম লাল মিয়ার ছেলে বলে জানাগেছে।

বৃহস্পতিবার(৯ আগস্ট) রাতে উত্তরণ আবাসন প্রকল্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফেরার পথে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ‘হ্যান্ডিক্যাপ’ নামের একটি এনজিও’র জিপ তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়েন। পরে স্থানীয় লোকজন গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে স্থানীয় জনতা ধাওয়া করে এনজিও’র জিপটি আটক করলেও ঘাতক চালক পালিয়ে যায়।

কক্সবাজার সদর থানার ওসি ফরিদউদ্দিন খন্দকার জানান, গাড়িটি পুলিশী হেফাজতে রয়েছে। ঘটনার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ