Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে ৩ ট্রাকের সংঘর্ষে চালক নিহত

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৮, ২:৫২ পিএম

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে তিনটি ট্রাকের সংঘর্ষে আশরাফ গাজী নামে (৩০) এক চালক নিহত হয়েছেন।
এ সময় আহত হয়েছেন চালকসহ আরও পাঁচজন।
নিহত ওই ট্রাকচালক বাগেরহাট জেলার চিতলমারী থানার আডুয়ারনী চড়পাড়া গ্রামের চাঁন মিয়া গাজীর ছেলে।

শুক্রবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার সালেহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আশরাফ গাজী নামে ওই ট্রাকচালক সাভার থেকে মাছভর্তি ট্রাক নিয়ে রাজধানীর গাবতলী বাজারে যাচ্ছিলেন।

এ সময় তার ট্রাকটি ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার সালেহপুর এলাকায় পৌঁছলে সামনে থেকে উল্টোপথে আসা ড্রামভর্তি একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

পরে পেছন থেকে আসা আরও একটি বালুবোঝাই ট্রাক মাছের ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ট্রাক দুটি চুর্ণবিচুর্ণ হয়ে মহাসড়কে উল্টে পড়ে।

এতে ঘটনাস্থলেই মাছভর্তি ট্রাকচালক আশরাফ গাজী নিহত হন। এতে ড্রামভর্তি ট্রাকের চালকসহ আহত হন পাঁচজন।

দুর্ঘটনার পর মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকগুলো সরিয়ে ফেলে এবং নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ