Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লালমনিরহাটে ট্রাকচাপায় তিনজন নিহত

লালমনিরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৮, ১১:০৯ এএম

লালমনিরহাট শহরে পাথরবোঝাই একটি ট্রাকের চাপায় অটোরিকশা চালকসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টায় শহরের বিডিআর ক্যান্টিন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লালমনিরহাট সাব রেজিস্ট্রার অফিসের কর্মচারী ও পাটগ্রাম উপজেলার কুচলী বাড়ি ইউনিয়নের লিয়াকত হোসেন প্রধানের ছেলে জাহাঙ্গীর আলম প্রধান (৪০), পাটগ্রাম পৌর এলাকার মাস্টারপাড়ার আব্দুর রশিদের ছেলে মোতালেব হোসেন (৪০) ও শহরের খাতাপাড়ার এলাকার অটোচালক দুলাল মিয়া (২৮)।

পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে একটি পাথরবোঝাই ট্রাক শহরের বিডিআর ক্যান্টিন মোড়ে একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই যাত্রী ও অটোচালক নিহত হন।

লালমনিরহাট সদর থানাল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এন মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, ঘাতক ট্রাকটি সদর উপজেলার মন্ডেরহাট এলাকা থেকে আটক করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ