Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চবি শাটলে বগি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ

চবি সংবাদদাতা : | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

শাটল ট্রেনে শিক্ষার্থীর দুই পা হারানোর পর বগি বৃদ্ধির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে তারা। একই দাবিতে সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম নগরীর ষোলশহরে মানববন্ধন করে শিক্ষার্থীরা। এছাড়া বেলা ১১টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন ও চার দফা দাবিতে চবি ভিসি বরাবর স্মারকলিপি দেয় সমাজতত্ত¡ বিভাগের শিক্ষার্থীরা।
দাবিগুলো হলো-আহত শিক্ষার্থীর সুচিকিৎসা ও বিশ্ববিদ্যালয়ে চাকুরি প্রদান, শাটল ট্রেনের বগি বৃদ্ধি ও ডাবল লাইন চালু, অভ্যান্তরীণ বাস চালু এবং শাটলে নিরাপত্তা বৃদ্ধি।
এ বিক্ষোভ সমাবেশে সাধারণ শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করে চবি ছাত্রলীগের নেতা কর্মীরা। উল্লেখ্য, গত বুধবার শাটলে উঠতে গিয়ে দুই পা কাটা পড়ে রবিউল আলম নামে এক চবি শিক্ষার্থীর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ