Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাটোর জেলা প্রশাসনের মতবিনিময় সভা

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৮, ১২:০৪ এএম

নাটোরকে শতভাগ স্কাউটস্ জেলা হিসেবে উদযাপন করা বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে জেলা প্রশাসন। গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় চেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতি হিসেবে জেলা প্রশাসক শাহিনা খাতুন বলেন নাটোরকে দেশের ২য় শতভাগ স্কাউটস্ জেলা হিসেবে ঘোষনা দেয়ার জন্য ১১ আগস্ট শনিবার নাটোর শংকর গোবিন্দ স্টেডিয়ামে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাটোরকে শতভাগ জেলা হিসেবে ঘোষণা দিবেন মাননীয় প্রধান মন্ত্রীর এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক ও সভাপতি বাংলাদেশ স্কাউটস্ মোঃ আবুল কালাম আজাদ এবং সভাপতিত্ব করবেন নাটোর জেলা প্রশাসক ও চেলা স্কাউটস্ সভাপতি শাহিনা খাতুন। তাছাড়াও আঞ্চলিক স্কাউট ব্যাক্তিত্ব, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ইউনিট লিডারগণ এবং সুধী জন উপস্থিত থাকবেন।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জেলা স্কাউটসের কমিশনার জেলা পরিষদের প্রধান নির্বাহি কর্মকর্তা মোঃ এনামুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রেজ্জাকুল ইসলাম, জেলা স্কাউটসের সাধারন সম্পাদক সঞ্জীব কুমার সরকার, নাটোর প্রেস ক্লাবের সভাপতি মোঃ জালাল উদ্দিন সহ জেলা ক্কাউটসের শিক্ষকবৃন্দ এবং প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মতবিনিময় সভা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ