Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিলিস্তিন সার্বভৌম রাষ্ট্র : কলম্বিয়া

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৮, ১২:০৪ এএম

ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া। দেশটির নতুন প্রেসিডেন্ট ইভান দুকো আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার কয়েকদিন আগেই এই ঘোষণা আসলো। কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে এই খবর জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘আমি আপনাদের সবাইকে জানাতে চাই যে কলম্বিয়া সরকারের হয়ে প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া লাতিন আমেরিকার সর্বশেষ রাষ্ট্র কলম্বিয়া। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার মতে, নতুন প্রেসিডেন্ট দুকোও এই সিদ্ধান্তের সমর্থন জানিয়েছে। জাতিসংঘের ৭০ শতাংশের বেশি সদস্য রাষ্ট্র ফিলিস্তিনকে স্বাধীন দেশে হিসেবে স্বীকৃতি দিয়েছে। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বারবারই বলে আসছেন, তাদেরকে সার্বভৌমত্বের স্বীকৃতি দিলে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া অনেকটা ত্বরান্বিত হবে। তবে তা মানতে নারাজ ইসরাইল ও তার মিত্ররা। গত বছর জেরুজালেমকে ইসরাইলি রাজধানী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া স্বীকৃতির পর ফিলস্তিনি আরব দেশগুলো বিশ্বের প্রতি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানায়। একইসঙ্গে পূর্ব জেরুজালেমকে এর রাজধানী স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়। মিডল ইস্ট আই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ