মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে রাখাইন রাজ্যের পরিস্থিতির দ্রুত উন্নয়ন ঘটাতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের ত্রাণ সংস্থাগুলো। বুধবার যৌথ বিবৃতিতে শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ও উন্নয়ন সংস্থা ইউএনডিপি এ আহ্বান জানিয়েছে। সংস্থা দুটি একইসঙ্গে রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়ার জন্যও মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। ইউএনএইচসিআর ও ইউএনডিপি জানিয়েছে, রাখাইনের পরিস্থিতি পর্যবেক্ষণে তাদের পূর্ণ প্রবেশাধিকার প্রয়োজন। রাখাইনের মংড়ুতে আন্তর্জাতিক কর্মীদের প্রবেশের জন্য গত ১৪ জুন মিয়ানমার সরকারের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু সেই অনুমতি এখনো পাওয়া যায়নি। বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে এ ব্যাপারে জানতে মিয়ানমার সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের রাখাইনে স্বেচ্ছায় ও নিরাপদে প্রত্যাবাসনের জন্য গত জুনে মিয়ানমার সরকারের সঙ্গে একটি রুপরেখা চুক্তিতে স্বাক্ষর করেছিল জাতিসংঘ। তবে গোপন ওই চুক্তিতে রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিকত্ব এবং স্বাধীন চলাচলের নিশ্চয়তা দেওয়া হয়নি। জাতিসংঘের সংস্থাগুলো বলছে, তিনটি ক্ষেত্রে বলিষ্ঠ উন্নয় জরুরি ভিত্তিতে প্রয়োজন- রাখাইন রাজ্যে কার্যকর প্রবেশ, সকল সম্প্রদাযের স্বাধীন চলাচল নিশ্চিত এবং সংকটের মূল কারণ চিহ্নিতকরণ। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।