মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নিরাপত্তা বাহিনীর মুখোশ পরিহিত সদস্যরা সীমিত সময়ের জন্য নাইজেরিয়ার পার্লামেন্টের দখল নেয়ার পর বরখাস্ত করা হয়েছে দেশটির গোয়েন্দা প্রধানকে। ডিপার্টমেন্ট অব স্টেট সার্ভিসের প্রধান লাওয়াল মুসা দাউরাকে ‘তাৎক্ষণিকভাবে’ বরখাস্ত করেন দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির অবর্তমানে দায়িত্ব পালন করা ভাইস প্রেসিডেন্ট ইয়েমি ওসিনবাজো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারি এখন লন্ডনে ছুটি কাটাচ্ছেন। এরই মধ্যে মঙ্গলবার সকালে রাজধানী আবুজারে পার্লামেন্ট ভবনের দুটি কক্ষের সামনেই অবস্থান নেয় পুলিশ ও গোয়েন্দা বাহিনী ডিপার্টমেন্ট অব স্টেট সার্ভিসের মুখোশ পরিহিত সদস্যরা। তারা সিনেট ও হাউস অব রিপ্রেজেন্টেটিভ-এর সামনে অবস্থান নিয়ে আইনপ্রণেতা, কর্মচারী, সাংবাদিক ও অন্য দর্শনার্থীদের প্রবেশে বাধা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ঘটনার ছবি ছড়িয়ে পড়ে। একজন প্রত্যক্ষদর্শী ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, মুখোশ পরা ব্যক্তিরা আইনপ্রণেতাদের ভিতরে ঢুকতে দিলেও সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের ঢুকতে দেয়নি। কয়েক ঘণ্টা পরেই প্রেসিডেন্টের কার্যালয় থেকে নিরাপত্তা বাহিনীর এই পদক্ষেপকে অবৈধ বলে ঘোষণা করা হয়। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।