মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
১৩ বছরের মেয়েকে সুস্থ করতে ব্যস্ত হয়ে পড়ে বাবা-মা। তবে মেয়েকে সুস্থ করতে কোন নামকরা ডাক্তার নয়, নিয়ে যান নামকরা বিকল্প ওষুধ ও জাদুকরী পদ্ধতিতে ব্যথা কমিয়ে রোগী সুস্থ করা একজন কবিরাজের কাছে। কবিরাজের নাম জ্যাগো (৮৩)। এই ঘটনা ঘটে ইন্দোনেশিয়ায়। জানা যায়, ১৩ বছর বয়সে এক কিশোরীকে ২০০৩ সালে চিকিৎসার জন্য জ্যাগো নামের এক ব্যক্তির কাছে নিয়ে গিয়েছিল বাবা-মা। সে রাতে সেখানেই ছিল কিশোরী। এরপর থেকেই কিশোরী গায়েব। জ্যাগো তার বাবা-মাকে জানান, কিশোরী চলে গেছে কাজের খোঁজে। কয়েক বছর পর খোঁজাখুঁজির পর বাবা-মা মেয়েকে পাওয়ার আশা বাদ দেন। এর ঠিক ১৫ বছর পর পাওয়া গেল সেই কিশোরীকে। তার বয়স এখন ২৮। জানা গেছে ছোট্ট একটি গুহায় তাকে দশকেরও বেশি সময় জুড়ে আটক রেখে ধর্ষণ করে গেছেন সেই ব্যক্তি। এ ঘটনায় তাকেও গ্রেফতার করা হয়েছে। ঘটনার শিকার কিশোরীর নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। এইচ দিয়ে বিভিন্ন প্রতিবেদনে তাকে সম্বোধন করা হয়েছে। রোববার ইন্দোনেশিয়ার সেন্ট্রাল সুলাবেসি প্রদেশের বাজুগাও গ্রামে একটি বড় পাথরের কাছে অবস্থিত গুহা থেকে তাকে উদ্ধার করা হয়। জ্যাগোকে আটকের পর জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই এইচ নামের ওই নারীকে খুঁজে পাওয়া যায় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।