Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভয়াবহ যৌন হেনস্থার অভিযোগ অভিনেতা ক্রিস নথের বিরুদ্ধে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২১, ১২:০৩ এএম

তৃতীয় আরো এক নারী টিভি শো সেক্স অ্যান্ড দ্য সিটির ৬৭ বছর বয়সী অভিনেতা ক্রিস নথ-এর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলেন। তার বিরুদ্ধে একই রকম অভিযোগ আনেন আরো দুই নারী। যদিও তিনি গুরুতর এমন অভিযোগ অস্বীকার করেন এবং এসবকে সম্পূর্ণ বানোয়াট আখ্যা দেন। ৩০ বছর বয়সী ওই কানাডিয়ান নারী, যিনি নিজেকে আভা ছদ্মনামে পরিচিত করতে চান, অভিযোগ করে বলেন, তার বয়স যখন ১৮ তখন তিনি একটি রেস্তোরাঁয় কাজ করতেন। ওই সময় ক্রিস সেখানে যান এবং এক পর্যায়ে তার গায়ে হাত দিয়ে তাঁকে যৌন নিগ্রহ করেন। তিনি বলেন, তিনি ভয় পেয়েছিলেন যে ক্রিস তাঁকে জোরপূর্বক ধর্ষণ করতে পারেন, তাই তিনি ওখান থেকে দ্রুত চলে যান। তিনি বলেন, আমি তাঁকে থামানোর চেষ্টা করি; কিন্তু তিনি আমার কথা শোনেননি। এ সময় আমি যৌন নিগ্রহের শিকার হই। এ ঘটনাটি ২০১০ সালের। বর্তমানের প্রযুক্তি নির্বাহী আভা সে সময় নিউ ইয়র্কের দ্য মারিনো নামে একটি রেস্তোরাঁয় কাজ করতেন। আভা বলেন, একদিন রাতে তিনি আমাকে ভীষণ রকম নিগ্রহ করেন। তিনি আমার মুখ চেপে জোর করে ধরে টেবিলের ওপর শুইয়ে দেন...। আমি ভয়াবহ লাঞ্ছনার শিকার হই। এ সময় ওখানে উপস্থিত সবাই হাসছিল। তিনি অভিযোগ করেন, আমি শিফট শেষে মজুরি নিতে অফিসে গিয়ে ক্রিসকে সেখানে উপস্থিত দেখি। তিনি আমার মুখে চুম্বন করেন এবং আমার সঙ্গে কিছু করার চেষ্টা করেন। আমি খুব স্পষ্ট করে তাঁকে না বলি। কিন্তু তিনি এত শক্তিশালী ও মাতাল ছিলেন যে আমি আটকে পড়ি। তিনি আমাকে একটি ডেস্কের দিকে ঠেলে দেন। আভা যোগ করেন, পরদিন সকালে তার হাত ব্যথা হয়েছিল। সেদিন তিনি ‘তারা অন্য কোথাও সেক্স করবেন’ এমন আশ্বাস দিয়ে ওই রেস্তোরাঁ থেকে পালিয়ে যান। তিনি দাবি করেন, তিনি রেস্তোরাঁর মালিকদের পরদিন কী হয়েছিল তা জানান এবং তারা তাঁকে নিয়ে খুব মজা করেছিলেন। তিনি ওই রেস্তোরাঁয় আর কাজ করতে ফিরে যাননি। ক্রিস তৃতীয় মহিলার অভিযোগ অস্বীকার করেন। অভিনেতার একজন প্রতিনিধি বলেন, গল্পটি সম্পূর্ণ বানোয়াট এবং খারাপ কথাসাহিত্যের মতো। অন্য দুই নারী, যাঁরা নিজেদের জো এবং লিলি ছদ্মনামে পরিচিত করেছিলেন, অভিনেতার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনার কয়েক দিন পরে এটি এলো। একজন দাবি করেন, তাঁকে ২০০৪ সালে লাঞ্ছিত করা হয়েছিল। আরেকজনকে ২০১৫-তে। দুই নারীর অভিযোগ দ্য হলিউড রিপোর্টারে প্রকাশিত হয়। যেখানে তারা ক্রিসের সঙ্গে তাঁদের মুখোমুখি হওয়ার বিস্তারিত বর্ণনা দেন। উইসকনসিনে জন্মগ্রহণকারী ক্রিস সব অভিযোগ অস্বীকার করেন এবং এসব স্পষ্ট মিথ্যা বলে দাবি করেন। ক্রিস বলেন, আমার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। এই গল্পগুলো ৩০ বছর আগে বা ৩০ দিন আগে হতে পারে। এ ব্যাপারে আমি সব সময়ই না বলব। আমি নিশ্চিতভাবে জানি না কেন তারা এখন সামনে আসছে। তবে এটি জানি, আমি তাদের নিগ্রহ করিনি। যৌন নিপীড়নের অভিযোগের পর ক্রিসের স্ত্রী তারা উইলসন তাঁদের ১০ বছরের বিবাহিত জীবনে এই প্রথম স্বামীর সঙ্গে বড়দিন উদযাপন করছেন না। অভিযোগ থাকা সত্ত্বেও অভিনেতার বন্ধুরা তার পাশে দাঁড়িয়েছেন। তারা জোর দিয়ে বলেছেন, ক্রিস ‘ফ্লার্ট’ হলেও ‘সিøজ’ নন। তারা এ-ও বলেন, আমরা তাকে বিশ্বাস করি। বিশ্বাস করি যে বিষয়টিকে যেভাবে চিত্রিত করা হয়েছে, সেটি তেমন নয়। এএফপি, এনডিটিভি, টিওআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভয়াবহ যৌন হেনস্থা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ