Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

থমকে গেছে ভারতীয় নৌবাহিনীর প্রকল্প

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০১৮, ১২:০৪ এএম

কর্পোরেট বিবাদের কারণে ভারতের নৌবাহিনীর গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ থমকে আছে। ভারত মহাসাগরে জরুরি অভিযানের জন্য এই প্রকল্পটিকে অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হলেও চারটি ল্যান্ডিং জাহাজের জন্য ৩ বিলিয়ন ডলারের চুক্তিটি চূড়ান্ত করতে পারেনি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, “চারটি ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডকস (এলপিডি) জাহাজ নির্মাণের ব্যাপারে এখনও কোন চুক্তি হয়নি”। কোন বিবাদের কারণে এই জাহাজগুলোর নির্মাণ থেমে আছে কি না, সেটিও জানতে চাওয়া হয়েছিল মন্ত্রীর কাছে। জবাবে মন্ত্রী বিস্তারিত বলেননি কেন দুজন দরদাতাকে এই জাহাজ নির্মাণের কাজ দেয়া হয়নি। এলঅ্যান্ডটি এবং রিলায়েন্স নেভাল ইঞ্জিনিয়ারিং লিমিটেড জাহাজগুলো নির্মাণের জন্য দরপত্র জমা দিয়েছে। জাহাজগুলো নির্মাণের জন্য ২০১১ সালে দরপত্র আহ্বান করা হয়। গত বছর এটা শুরুর কথা ছিল। কিন্তু সরকার সিদ্ধান্ত নেয় প্রাইভেট কোম্পানিগুলোকে এগুলো নির্মাণের কাজ দেয়া হবে, তাই সময় পিছিয়ে যায়। এর আগে, সিদ্ধান্ত হয়েছিল যে, সরকারি কোম্পানিকে দুটি এবং প্রাইভেট কোম্পানিকে দুটি জাহাজ নির্মাণের কাজ দেয়া হবে। সে অনুসারে দরপত্র জমা দেয় প্রাইভেট কোম্পানিগুলো, যেগুলো গত মাসে খোলা হয়েছে। সাউথ এশিয়ান মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ