Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চার শক্তির সম্মেলন ইস্তাম্বুলে

ব্রিকস সম্মেলনে প্রেসিডেন্ট এরদোগান প্রথম সম্মেলনের কথা জানান

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০১৮, ১২:০৪ এএম | আপডেট : ১২:২০ এএম, ৮ আগস্ট, ২০১৮

বিভিন্ন আঞ্চলিক সমস্যা ও সঙ্কট নিরসনে চার শক্তির সম্মেলন হচ্ছে ইস্তাম্বুলে। এ লক্ষ্যে একটি অলিখিত জোটের আদলে যৌথভাবে উদ্যোগ নিচ্ছে তুরস্ক, রাশিয়া, জার্মানি ও ফ্রান্স। বিশেষ করে সিরিয়া ও ইরাক সমস্যার সমাধানে সামরিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী এই চারটি দেশ উদ্যোগ নিচ্ছে। পাশাপাশি এই অঞ্চলের আঞ্চলিক সঙ্কটের সাথে কার্যত সংশ্লিষ্ট মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানকে এই উদ্যোগের বাইরে রাখা হয়েছে। এই চারটি দেশের সবচেয়ে বড় সুবিধা হলো, আঞ্চলিক বিষয়গুলোতে নিজেদের মধ্যে মতের অমিল থেকে মতৈক্য বেশি রয়েছে। সিরিয়া ও পাশের বিস্তৃত অঞ্চলে সঙ্কট নিরসনের লক্ষ্যে তুরস্ক, রাশিয়া, ফ্রান্স ও জার্মানির সিনিয়র প্রতিনিধিদের অংশগ্রহণে আগামী ৭ সেপ্টেম্বর ইস্তাম্বুলে একটি সম্মেলন অনুষ্ঠিত হবে। সঙ্কট নিরসনে এই চারটি দেশ নিজেদের অর্থনৈতিক ও সামরিক শক্তি কাজে লাগিয়ে কিভাবে কাজ করতে পারে সেটাই এই সম্মেলনে আলোচনা করা হবে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের যৌথ উদ্যোগ খুবই তাৎপর্যপূর্ণ এবং এই ঘটনার মাধ্যমে নিরাপত্তা, অর্থনীতি ও প্রতিরক্ষা ইস্যুতে নতুন জোট গঠনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইবনে খালদুন ইউনিভার্সিটির একজন বিশেষজ্ঞ তালহা কোস বলেন, ‘এই সম্মেলনটি হবে একটি যুগান্তকারী ঘটনা। সঙ্কট নিরসনের স্থায়ী সমাধান ও পদক্ষেপ নিয়ে এখানে আলোচনা করা হবে।’ গত ২৮ জুলাই দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের সময় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান প্রথম এই সম্মেলনের কথা ঘোষণা করেন। ওই সময় এরদোগান বলেন যে, ইরাকসহ আরো অনেক সঙ্কটের সমাধানের ব্যাপারে এই চারটি দেশ একসাথে কাজ করবে। আঙ্কারার সেন্টার ফর ইরানিয়ান স্টাডিজের উপ-প্রধান হাক্কি উইগুর বলেন, ‘অর্থনৈতিক ও সামরিকভাবে শক্তিশালী এই চারটি দেশ বৈঠকে বসার মাধ্যমে বিশ্বকে এই বার্তা দেয়া হবে যে, আঞ্চলিক শক্তিগুলো বিভিন্ন সঙ্কট সমাধানের ব্যাপারে সক্রিয় রয়েছে।’ এই চারটি শক্তিশালী রাষ্ট্র এবারই প্রথম এই ধরনের বৈঠক করছে বলেও জানান তিনি। অন্য দিকে, মার্কিন যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠক আয়োজন করায় এই বিষয়ের প্রতি অনেকের মনোযোগ আকর্ষণ হয়েছে। কারণ হিসেবে বিশেষজ্ঞরা অবশ্য মার্কিন প্রশাসনের সাথে বিভিন্ন ইস্যুতে এই চারটি দেশের সা¤প্রতিক দ্ব›েদ্বর কথা বলেছেন। বিশেষজ্ঞরা বলছেন, জার্মানি ও ফ্রান্স বেশ কিছুদিন ধরেই অভিযোগ করে আসছে যে, তাদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসন সা¤প্রতিক সময়ে অনেক খামখেয়ালিপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এবং তুরস্ক ও রাশিয়াও যুক্তরাষ্ট্রের বিতর্কিত সিদ্ধান্তগুলোকে স্বাগত জানায়নি। ডেইলি সাবাহ।



 

Show all comments
  • কামরুল ৮ আগস্ট, ২০১৮, ৩:৫৬ এএম says : 0
    আপনি এগিয়ে যান
    Total Reply(0) Reply
  • সাজ্জাদ ৮ আগস্ট, ২০১৮, ৩:৫৬ এএম says : 0
    প্রেসিডেন্ট এরদোগানের জন্য অনেক অনেক শুভ কামনা রইলো
    Total Reply(0) Reply
  • Saddam Hossain ৮ আগস্ট, ২০১৮, ৪:১০ এএম says : 0
    Good news
    Total Reply(0) Reply
  • Mehedi Hasan ৮ আগস্ট, ২০১৮, ৪:১০ এএম says : 0
    Great Turkey
    Total Reply(0) Reply
  • Muhammad Wahiduzzaman ৮ আগস্ট, ২০১৮, ৪:১০ এএম says : 0
    এইবার ঠিক আছে।
    Total Reply(0) Reply
  • Md.Lutfullah Ansary ৮ আগস্ট, ২০১৮, ১০:০৬ এএম says : 0
    বর্তমান বিশ্বে মুসমানদের সিপাহসালাহ, আল্লাহ এই মানুষটা কে এই নিপীড়িত মুসলমানদের পাশে দাড়ান সক্ষতা দান করুন।
    Total Reply(0) Reply
  • ৮ আগস্ট, ২০১৮, ১১:০০ পিএম says : 0
    good
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ