মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নিরাপদ সড়কের দাবিতে সারা বাংলাদেশের ছাত্র সমাজ যখন আন্দোলনমুখর। এই ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে কলকাতার দুটি সংগঠন।
সংগঠনের পক্ষ থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরকারি ছাত্র সংগঠনের হামলার নিন্দা জানানো হয়েছে। এরা হলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্ররা এবং ডিএসও। উপদ‚তাবাসের ২০০ মিটার আগেই পুলিশ দুটি মিছিলকে আটকে দিয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আয়োজনে পার্ক সার্কাসে এই পথসভার আয়োজন করা হয়। ‘লাঠি, গুলি, টিয়ার গ্যাস, পাশে আছি বাংলাদেশ’ শ্লোগান তুলে গতকাল সোমবার কলকাতার পথে হাঁটে পড়ুয়ারা।
জানা গেছে, ফেসবুকে ইভেন্ট তৈরি করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্যোগে এই সমাবেশের আহ্বান জানানো হয়েছে। সাত হাজারেরও বেশি মানুষ ওই ইভেন্টে উৎসাহ দেখিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।