মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গাড়ি বোমা বিস্ফোরণে সিরিয়ায় রাসায়নিক অস্ত্র গবেষণা কেন্দ্রের প্রধান বিজ্ঞানী আজিজ আসবার নিহত হয়েছেন। আল ওয়াতান পত্রিকার খবরে বলা হয়েছে, হামা শহরে তার গাড়ি টার্গেট করে একটি বিস্ফোরণ ঘটলে তিনি নিহত হন। সিরিয়া সরকারের বৈজ্ঞানিক
গবেষণা কেন্দ্রের সঙ্গে দেশটির রাসায়নিক অস্ত্র কর্মসূচির সম্পৃক্ততা আছে বলে জানিয়েছেন পশ্চিমা গোয়েন্দারা। একটি বিদ্রোহী গোষ্ঠী গাড়ি বোমা হামলাটি চালিয়েছে বলে দাবি করেছে। তবে অন্যান্যরাও এ হামলায় জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার সন্ধ্যায় বিজ্ঞানী আসবার গাড়িতে করে ভ্রমণের সময় সেটি বিস্ফোরিত হয়। এতে চালকসহ তিনি মারা যান বলে জানিয়েছে দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সংস্থাটি জানায়, সিরিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়নে আসবারের ভূমিকা রয়েছে। বিদ্রোহী গোষ্ঠী আবু আমারা স্পেশাল মিশন এ হামলার দায় স্বীকার করেছে। -আল ওয়াতান
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।