রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির, কয়লা দুর্নীতির ঘটনায় দুর্নীতি দমন কমিশনের পরিচালক (প্রশাসন) কাজি শফিকুল আলমের নেতৃত্বে তিন সদস্যের একটি দল বড়পুকুরিয়া কয়লা খনি পরিদর্শন করে প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করেছে। গত রোববার থেকে গতকাল সোমবার দুপুর পর্যন্ত তারা খনি পরিদর্শন ও কাগজপত্র যাছাই করে ও সন্দেহজনক কাগজপত্র জব্দ করেন।
দুদক পরিচালক কাজি শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, কয়লা দুর্নীতির মামলা তদন্তের কারণে তিনি খনির বিভিন্ন দিক পরিদর্শন করেছেন, কাগজপত্র যাছাই করেছেন, যে সব কাগজ প্রয়োজন মনে হয়েছে সেগুলো জব্দ করেছেন। উল্লেখ্য, বড়পুকুরিয়া কয়লা খনিতে উত্তোলনকৃত কয়লার মধ্যে এক লাখ ৪৪ হাজার টন কয়লা উধাও হয়েছে। খনিতে কয়লা না থাকায় বন্ধ হয়ে পড়েছে বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট তাপ-বিদুৎকেন্দ্র। এই ঘটনায় দুর্নীতি দমন কমিশন ও পেট্রোবাংলার পৃথক দুটি মামলা হয়েছে, একই ঘটনায় খনির এমডি সচিবসহ ১৯ জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে, সে মামলাটি দুদক তদন্ত করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।