Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিয়ায় আইএস নিয়ন্ত্রিত এলাকায় সরকারি বাহিনীর বোমা হামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

দক্ষিণাঞ্চলীয় সইদা প্রদেশের কাছে ইসলামিক স্টেট-আইএস নিয়ন্ত্রিত একটি মরু এলাকায় বোমা হামলা চালিয়েছে সিরিয়ার সরকারি বাহিনী। রোববার এ হামলা চালানো হয়। বৃটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর প্রধান রামি আব্দেল রহমান বলেন, ‘সন্ধ্যা থেকে আইএস জিহাদি ও সরকারি সৈন্যদের মধ্যে লড়াই চলছে।’ রামি বলেন, ‘আইএস’কে এই স্থান থেকে উৎখাত করতেই সরকারি বাহিনী এই অভিযান শুরু করেছে।’
প্রসঙ্গত, গত মাসে ধর্মীয় সংখ্যালঘুগোষ্ঠী দ্রæজ এর ৩০ বেসামরিক লোককে জিম্মি করে আইএস জিহাদিরা। রাশিয়া এদের মুক্তির ব্যাপারে আইএস এর সঙ্গে সমঝোতায় ব্যর্থ হওয়ার পর এ অভিযান শুরু করে বাশার বাহিনী। ওই অপহরণের পর আইএস জিহাদিরা সইদা প্রদেশে বেশ কয়েকটি সমন্বিত হামলা চালায়। এতে ২৫০ জনের বেশি লোক প্রাণ হারায়। অবজারভেটরি জানায়, অপহরণের পর সরকারি বাহিনীর সঙ্গে সমঝোতা ব্যর্থ হওয়ার পর জিহাদিরা এই প্রথম কোন জিম্মিকে হত্যা করল। - এএফপি

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরিয়া

১৯ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ