মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আসামের আতঙ্কিত সংখ্যালঘুদের ভয় আরও বাড়িয়ে দিয়ে উঠে এল আসামের সাবেক মুখ্যমন্ত্রীরই নাম না থাকার তথ্য। এ ছাড়াও সদ্য প্রকাশিত জাতীয় নাগরিক পঞ্জীকরণের (এনআরসি) চূড়ান্ত খসড়া তালিকায় নাম নেই অন্তত সাতজন অবসরপ্রাপ্ত ভারতীয় সেনা কর্মকর্তার। এমনকি, সাবেক প্রেসিডেন্টের পরিবারের সদস্যরাও নিজেদের নাম এনআরসিভুক্ত করতে ব্যর্থ হয়েছেন। দিন দিন ধর্মীয় সংখ্যালঘুদের মনে আতঙ্ক বাড়ছে। তবে সংশোধনের সুযোগ রয়েছে। এনআরসির রাজ্য সমন্বয়ক প্রতীক হাজেলা শনিবার গুয়াহাটিতে সাংবাদিকদের জানান, সংশোধনের কাজ শেষে এ বছর চূড়ান্ত তালিকা প্রকাশ করার কোনো বাধ্যবাধকতা নেই। আটের দশকের গোরায় আসামের মুখ্যমন্ত্রী হয়েছিলেন আনোয়ারা চৌধুরী। মুসলিম স¤প্রদায় থেকে ভারতের প্রথম নারী মুখ্যমন্ত্রী। পরে অন্যের মন্ত্রিসভায় দায়িত্ব সামলেছেন। কিন্তু দেখা গেল, এনআরসির চূড়ান্ত খসড়ায় তাঁর নাম নেই। নাম নেই ভারতের সাবেক রাষ্ট্রপতি ফকিরুদ্দিন আলি আহমেদের পরিবারেরও। অকালপ্রয়াত সংগীত গবেষক কালীকাপ্রসাদ ভট্টাচার্যের পরিবারও নিজেদের ভারতীয় প্রমাণে ব্যর্থ। এমনকি, বিজেপি বিধায়ক দিলীপ পালের স্ত্রী বাদ পড়েছেন তালিকায়। দুই বিধায়কের ঠাঁই হয়নি এনআরসিতে। সাবেক ফৌজি অফিসার আমিনূল হক দাবি করেছেন, ভারতীয় সেনা ও বিমানসেনার অন্তত ৭ জন সাবেক অফিসারের নাম নেই। তিনি ফোন নম্বরসহ তাঁদের তালিকাও প্রকাশ করেন। শনিবার এনআরসির সমন্বয়ক প্রতীক হাজেলা জানিয়েছেন, ৭ আগস্ট থেকে আপত্তি বা অভিযোগ জানানোর ফর্ম এনআরসি সহায়তা কেন্দ্র বা ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যাবে। জমা দিতে হবে ৩০ আগস্ট থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে। একই সঙ্গে তিনি জানান, ৩১ ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের কোনো বাধ্যবাধকতা নেই। পূর্ণাঙ্গ সংশোধনের পরই তালিকা প্রকাশিত হবে। এদিকে, শনিবার আরও দুটি মামলা হলো তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। সাউথ এশিয়ান মনিটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।