Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভিন জগতে যাত্রা হিলারির

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবার লড়াইয়ে ব্যর্থ হয়ে এখন প্রযোজক হিসেবে নাম লেখালেন হিলারি ক্লিনটন। তার সঙ্গে রয়েছেন গুণী নির্মাতা স্টিভেন স্পিলবার্গও। হলিউডের নতুন একটি টিভি সিরিজে প্রযোজক হিসেবে দেখা যাবে তাকে। এলেইন ওয়েসের, ‘দ্য ওম্যান’স আওয়ার : দ্য গ্রেট ফাইট টু উইন দ্য ভোট’ বইয়ের গল্প অবলম্বনে তৈরি হতে যাচ্ছে টিভি সিরিজটি। সিরিজটির প্রযোজক হবার বিষয়ে হিলারি বলেন,‘ওয়েসের অবিস্মরণীয় বইটি আমাদের সেই সমস্ত নেত্রীর কথা স্মরণ করিয়ে দেয় যারা প্রবল আর্থিক, সামাজিক, রাজনৈতিক ও বর্ণবিদ্বেষী বাধার মুখেও তাদের লড়াই, সংগ্রাম চালিয়ে গিয়েছেন। শেষ পর্যন্ত মহিলাদের ভোটাধিকার আদায় করেই ছেড়েছিলেন তারা’। হিলারি আরও জানান, ওয়েস এবং স্পিলবার্গের সঙ্গে কাজ করতে পেরে তিনি খুব উত্তেজিত এবং এই সিরিজটি সমগ্র বিশ্বের নারীদেরকে অনুপ্রাণিত করবে বলে ধারণা পোষণ করেন। এবিসি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হিলারি

২৮ জানুয়ারি, ২০২০
১৭ মার্চ, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ