বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লক্ষ্মীপুরের দালাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা কামরুজ্জামান সোহেলের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। এসময় চেয়ারম্যানের মোটরসাইকেল ভাংচুর, পরিষদের আসবাবপত্র ও বেশকিছু চেয়ার ভাঙচুর করে তারা। বৃহস্পতিবার সন্ধ্যা রাতে সদর উপজেলার দালাল বাজার ইউনিয়ন পরিষদের ভিতরে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় চেয়ারম্যান সোহেলকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত সোহেল সদর (পশ্চিম) উপজেলা বিএনপির আহবায়ক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চেয়ারম্যান সোহেল পরিষদে নিজ কার্যালয়ে বসে কার্য সম্পাদন করছিলেন। সন্ধ্যায় হঠাৎ করে দালাল বাজার ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগ নেতা অনিক, ছাত্রলীগ কর্মী বাদশা,রবিন ও অপুর নেতৃত্বে ১৫/২০জনের নেতাকর্মী ইউনিয়ন পরিষদের ভিতরে ডুকে চেয়ারম্যান সোহেলের উপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে চেয়ারম্যান সোহেলকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। এসময় পরিষদের আসবাবপত্র ও বেশকিছু চেয়ার ভাঙচুর করা হয় এবং ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করে পুকুরে পেলে দেয় হামলাকারিরা। পরে স্থানীয়দের সহযোগীতায় পুলিশ ঘটনাস্থল থেকে আহত সোহেল কে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। তবে এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফসহ ছাত্রলীগের কয়েকজন নেতার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টচা করেও পাওয়া যায়নি।
অপরদিকে জেলা বিএনপির সাধারন সম্পাদক সাহাবুদ্দিন সাবু বিএনপি নেতা সোহেলের ওপর পরিকল্পিভাবে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এসময় তাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করা হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক দাবি জানান তিনি।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।