Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এশিয়ান রাগবিতে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

এশিয়ান রাগবি সেভেনস ট্রফিতে অংশ নিচ্ছে বাংলাদেশ। এ লক্ষ্যে ১৪ সদস্যের জাতীয় রাগবি দল আজ সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছে। দলে ১১ খেলোয়াড়, কোচ, ম্যানেজার ও কর্মকর্তাসহ আরো তিনজন রয়েছেন। দু’দিন ব্যাপী এ টুর্নামেন্টে ব্রæনাইকে হারাতে চায় বাংলাদেশ। আসরের ‘সি’ গ্রæপে বাংলাদেশের প্রতিপক্ষ ব্রæনাই, লাওস, পাকিস্তান ও স্বাগতিক সিঙ্গাপুর। দু’অর্ধে ১৪ মিনিটের খেলা হবে। এর আগে ২০১৫ সালে ভারতের চেন্নাইয়ে অলিম্পিক বাছাই, পরের বছর একই শহরে এশিয়ান ডেভেলপমেন্ট গেমস এবয় ২০১৭ সালে কাতারে এশিয়া রাগবি সেভেনস টুর্নামেন্টে অংশ নিয়েছিল বাংলাদেশ। ফলে এটা চতুর্থ আন্তর্জাতিক টুর্নামেন্ট রাগবি ফেডারেশনের। দলের ১১ জনই বাংলাদেশ সেনাবাহিনীর। সিঙ্গাপুরে অনুষ্ঠিত টুর্নামেন্টে দু’মাসের অনুশীলনসহ অংশগ্রহনের জন্য ১৫ লাখ টাকা বাজেট ধরা হয়েছে। যার মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং জাতীয় ক্রীড়া পরিষদ এক লাখ টাকা করে দিচ্ছে। আর খেলোয়া দের বিমান টিকিট দিচ্ছে সেনাবাহিনী। গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ রাগবি ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ