রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
প্রহসন ও ভোট ডাকাতির সিটি করপোরেশন নির্বাচনের প্রতিবাদে গতকাল সকাল ৯টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর জেলা বিএনপি। জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মাসুদ অরুণ বলেন, নজিরবিহীন কারচুপি, কেন্দ্র দখল করে ভোট ডাকাতির মাধ্যমে সম্প্রতি অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে জনগণের রায়কে ছিনতাই করা হয়েছে। প্রহসনের এই নির্বাচনে জনগণকে তামাশায় পরিণত করেছে সরকার। অবিলম্বে রাজশাহী ও বরিশালের নির্বাচনী ফলাফল বাতিল করে পুন:নির্বাচনের দাবি জানান। ভবিষ্যতে সরকারের দুরভীসন্ধিমূলক একতরফা নির্বাচনের সকল ষড়যন্ত্র নস্যাৎ করতে সব নেতাকর্মীকে সজাগ থাকার আহ্বান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।