রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বরগুনা জেলার আমতলী উপজেলার আমতলীর পৌরশহরের বাজারে মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগ। গত বুধবার বিকালে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে সন্ধ্যা পর্য়ন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বুলডোজার দিয়ে রাস্তার দুই পাশের ভবনসহ প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ উচ্ছেদ অভিযানে নেতৃত্বদেন পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের আইন কর্মকর্তা উপ-সচিব। এ সময় তার সঙ্গে ছিলেন-সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন, আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেন, সহকারী কমিশনার(ভূমি) কমলেস চন্দ্র, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলাউদ্দিন মিলন ও পুলিশ সদস্য এবং স্থানীয়ভাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জিএম দেলওয়ার হোসেন, পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, সাংবাদিক তালুকদার মোঃ কামালসহ প্রায় সহ¯্রাধিক লোকজন।
সড়ক ও জনপদ পটুয়াখালী নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন জানান(০১৯১৮৯৪৭৯৪৬) আমতলী থেকে খেপুপাড়া পর্যন্ত মহাসড়কের বাঁক সরলীকরন ও প্রশ^স্থতা উন্নীতকরন প্রকল্প। ৭.৩ মিটার থেকে ১৪.৬ মিটার প্রশ^স্থ হবে। গুরুত্বপূর্ণ মহাসড়কের যথাযথ মান ও প্রশ^স্থতা উন্নীতকরণ প্রকল্পের কাজে ৬০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। ২০১৮-২০১৯ অর্থবছরে এডিপির অর্থঅয়নে এই প্রকল্পের উন্নয়ন কাজগুলো সম্পন্ন করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।