Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তীব্র দাবদাহে বিপর্যস্ত ইউরোপ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

তীব্র দাবদাহে বিপর্যস্ত ইউরোপের বিভিন্ন অঞ্চল। এতে চরম দুর্ভোগে পড়েছেন জনসাধারণ। স্পেন এবং পর্তুগালে গত এক সপ্তাহের বেশি সময় ধরে চলা দাবদাহে চরম আকারে ধারণ করেছে। তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করে স্পেনে জনসাধারণে চলাচলে সর্তকতা জারি করেছে দেশটির আবহাওয়া দফতর। ইতালির রোমে ৩৮ ডিগ্রি তাপমাত্রায় নাভিশ্বাস নেমে এসেছে স্থানীয় এবং পর্যটকদের মধ্যে। এদিকে, জার্মানিতে বৃষ্টি না হওয়ায় অসহ্য গরমে ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। অন্যদিকে, এশিয়ার জাপানেও বিরাজ করছে একই পরিস্থিতি। স্পেনে গত এক সপ্তাহের বেশি সময়ে ধরা চলা দাবদাহে অস্বস্থিতে পড়েছেন পর্যটক এবং স্থানীয়রা। বুধবার দেশটিতে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পর্তুগালে তাপমাত্রা বেড়েই চলছে। রয়টার্স, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউরোপ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ