Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গা নির্যাতনের তদন্ত পরিস্থিতি ঘোলাটে করবে

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

মানবাধিকার সংগঠনগুলো দাবি করেছে, মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে নির্যাতনের ঘটনা তদন্তে যে নতুন কমিশন গঠন করা হয়েছে, তারা আসল সত্য ঢাকা দেয়ার চেষ্টা করবে এবং দোষীদের বিচারের মুখোমুখি করার চেয়ে বরং পরিস্থিতি আরও ঘোলাটে করে তুলবে। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক ডেপুটি ডিরেক্টর ফিল রবার্টসন বলেন, মিয়ানমার এখনও খেলা খেলে যাচ্ছে এবং জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিলের অনুমোদিত ফ্যাক্ট ফাইন্ডিং মিশন যে রিপোর্ট দিয়েছে, সেখান থেকে নজর অন্যদিকে সরানোর চেষ্টা করে যাচ্ছে। জেনেভায় আগামী সেপ্টেম্বর ওই রিপোর্ট প্রকাশিত হবে। রবার্টসন ইউসিএনিউজকে বলেন, “উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে তাতমাদাও, পুলিশ কমান্ডার এবং সেনারা যে জাতিগত নির্মূল অভিযান চালিয়েছে, তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার ঠেকানোর জন্যই মিয়ানমারের চেষ্টার নতুন পদক্ষেপ এটা”। মিয়ানমার দুজন স্থানীয় এবং দুজন আন্তর্জাতিক প্রতিনিধি নিয়ে একটি কমিশন গঠন করেছে। কমিশনের নেতৃত্ব দিচ্ছে ফিলিপাইনের সাবেক ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী এবং ইউ.এন কনভেনশান অব দ্য এলিমিনেশান অব অল ফর্মস অব ডিসক্রিমিনেশান এগেইন্সট উইমেনের ফিলিপাইনের প্রতিনিধি রোজারিও মানালো। কমিশনের আরেক সদস্য হলেন কেনজো ওশিমা। জাতিসংঘে জাপানের সাবেক স্থায়ী প্রতিনিধি তিনি। স্থানীয় দুই সদস্য হলেন মিয়ানমারের কন্সটিটিউশনাল ট্রাইব্যুনালের সাবেক চেয়ার মিয়া থিন এবং ইউনিসেফের সাবেক সিনিয়র কর্মকর্তা অং তুন থেট। ৩০ জুলাই মিয়ানমারের প্রেসিডেন্টের অফিস থেকে দেয়া এক ঘোষণায় জানানো হয়, “রাখাইনে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করার জন্য জাতীয় প্রচেষ্টার অংশ হিসেবে স্বাধীন কমিশন গঠন করেছে মিয়ানমার”। রবার্টসন সাউথ এশিয়ান মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ