Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শিক্ষার্থীদের অবরোধ

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৮, ১:০১ পিএম

রাজধানীর কুর্মিটোলা বিমানবন্দর এলাকায় জাবলে নূর পরিবহনের একটি বেপরোয়া গতির বাসের চাপায় নিহত দুই শিক্ষার্থীর মৃত্যুর বিচারসহ নয় দফা দাবিতে নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে তারা এ অবরোধ কর্মসূচী শুরু করেন। এতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
কাঁচপুর হাইওয়ে পুলিশের বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে, সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে।
প্রসঙ্গত, গত রোববার শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় স্কুল-কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। গতকাল বুধবার থেকে শিক্ষার্থীদের আন্দোলন চট্টগ্রাম, বরিশালসহ দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢাকা-চট্টগ্রাম

১৯ অক্টোবর, ২০২১
২৩ জুন, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ