Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

বাংলাদেশী ও রোহিঙ্গাদের গুলি করা উচিত : রাজা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

তেলেঙ্গানা বিধানসভার বিজেপি’র এমএলএ টি রাজা সিং লোহ বলেছেন অবৈধ বাংলাদেশী ও রোহিঙ্গারা ভদ্রলোকের মতো নিজ নিজ দেশে ফেরত না গেলে তাদেরকে গুলি করে মারতে হবে। আসাম রাজ্যের নাগরিক তালিকার (এনআরসি) দ্বিতীয় খসড়া থেকে চল্লিশ লাখ মানুষের নাম বাদ পড়ার পর গত মঙ্গলবার লোহ ওই বিবৃতি দেন। সামাজিক গণমাধ্যমে ছেড়ে দেয়া এক ভিডিও বার্তায় ওই বিধায়ক বলেন, এসব অবৈধ বাংলাদেশী ও রোহিঙ্গারা যদি শরাফতের সঙ্গে (ভদ্রলোকের মতো) ফিরে না যায় তাহলে তাদেরকে বিষয়টি নিজের ভাষায় বুঝিয়ে দেয়ার প্রয়োজন রয়েছে। তাদেরকে গুলি করে মারতে হবে। তাহলেই কেবল ভারত নিরাপদ হবে। অন্য দেশ থেকেও এসব অবৈধ বসতি স্থাপনকারীদের গুলি করে তাড়াতে হবে। ১৯৭১ সালে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ চলার সময় বহু বাংলাদেশী আসামে প্রবেশ করে। ওই বিধায়ক বলেন যে বাংলাদেশ থেকে আসামে অবৈধ অভিবাসীদের বসতিস্থাপন ভারতকে ধ্বংস করার ষড়যন্ত্রের অংশ। তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর দায়িত্ব সরকারের। একই সাইটে পোস্ট দেয়া আরেকটি বার্তায় লোহ বলেন, ভারতে অবৈধভাবে যেসব মুসলমান বাস করছে তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠাতে হবে ভারতের নিরাপত্তার জন্য। তারা যদি যেতে না চায় তাহলে তাদেরকে বন্দুকের নলের মুখে যেতে বাধ্য করতে হবে। বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত লোহ স¤প্রতি ইফতার পার্টির আয়োজকদের ভোটের কাঙ্গাল (ভোট কা ভিখারি) হিসেবে অভিহিত করেন। স্পষ্টত পবিত্র কোরআনের প্রতি ইংগিত করে এই বিজেপি নেতা বলেন ‘সবুজ বইটি’ সন্ত্রাস বিস্তারের জন্য দায়ী। একসময় তিনি বলেছিলেন যে ‘সেক্যুলারিস্ট হিন্দুদের’ কারণেই মোগল ও বৃটিশরা শত শত বছর ভারতকে শাসন করতে পেরেছে। উস্কানিমূলক বক্তব্য ও বিবৃতির জন্য হায়দ্রাবাদ পুলিশ বেশ কয়েকবার এই বিধায়কে গ্রেফতার করে। সূত্রঃ সাউথ এশিয়ান মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা

১৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ