Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবৈধ রোহিঙ্গাদের ফেরত পাঠাবে ভারত

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

ভারতের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা রোহিঙ্গাদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহের জন্য রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানান, প্রতিটি রাজ্যে কত সংখ্যক রোহিঙ্গা আছেন তা কেন্দ্রকে জানাতে বলা হয়েছে। রাজ্যগুলি থেকে তথ্য আসার পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাহায্যে রোহিঙ্গাদের নিজেদের দেশে ফেরত পাঠানোর কাজ শুরু করবে কেন্দ্র। ততদিনে রোহিঙ্গারা যেন অন্যত্র ছড়িয়ে পড়তে না পারে সে জন্য তাদের গতিবিধির দিকে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জোর দেওয়া হয়েছে বায়োমেট্রিক তথ্য সংগ্রহের ওপরও। কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে অবৈধভাবে ৪০ হাজার রোহিঙ্গা বসবাস করছেন। সবচেয়ে বেশি সংখ্যায় রয়েছে জম্মু-কাশ্মিরে। এরপরেই রয়েছে তেলঙ্গানায়। জম্মুর বিজেপি এমপি যুগল কিশোর অভিযোগ করে বলেন, তার রাজ্যে অন্তত ১৫-২০ হাজার রোহিঙ্গা অবৈধভাবে বসবাস করছে। এদের কেউ কেউ কাশ্মিরের সেনা ছাউনিতে হামলার সঙ্গেও জড়িত বলে অভিযোগ উঠেছে। জঙ্গি কার্যকলাপে যুক্ত সন্দেহে সে রাজ্যে গ্রেফতার হয়েছে একাধিক রোহিঙ্গা। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে রোহিঙ্গাদের নিজেদের দেশে পাঠানোর দাবি তোলেন ওই এমপি। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু জানান, এ দেশে রোহিঙ্গাদের একাংশ নানা অপরাধমূলক কাজে যুক্ত। তারা আধার, ভোটার কার্ড জোগাড় করেছেন বা করার চেষ্টা করছেন বলে জানতে পেরেছে কেন্দ্র। রিজিজু বলেন, ভারত রোহিঙ্গাদের শরণার্থীর মর্যাদা দেয়নি। এভাবে নাগরিকত্ব জোগাড়ের চেষ্টাও আইনত অপরাধ। বিজেপি সভাপতি অমিত শাহও বলেন, রোহিঙ্গারা অনুপ্রবেশকারী, শরণার্থী নন। সুপ্রিম কোর্টে ওই অবস্থান জানিয়ে দিয়েছে সরকার। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা

১৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ