Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গা ঠেকাতে সীমান্তে সেনা মোতায়েন ভারতের

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

ভারতে রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশ ঠেকাতে সেনা মোতায়েন করা হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। সেইসাথে রাজ্যগুলোতে রোহিঙ্গারা যাতে ছড়িয়ে না পড়ে সে ব্যাপারেও সংশ্লিষ্ট রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের তরফে। মঙ্গলবার দেশটির সংসদে দাঁড়িয়ে একথা বলেন তিনি। এদিন লোকসভায় প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী জানান ‘নতুন করে রোহিঙ্গাদের অনুপ্রবেশ যাতে আর না ঘটে তা সুনিশ্চিত করতে সীমান্ত বরাবর বিএসএফ এবং অসম রাইফেলসকে মোতায়েন করা হয়েছে। যদিও একটা বিশাল সংখ্যক রোহিঙ্গা এদেশে অনুপ্রবেশ করেছে। এই রোহিঙ্গাদের চিহ্নিতকরণ করতে স¤প্রতি সমস্ত রাজ্য সরকারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে নির্দেশিকা পাঠানো হয়েছে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা

১৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ