Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দীর্ঘদিনেও সংস্কার হয়নি কাপ্তাই-‘স’ মিল সড়ক

কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

দীর্ঘ এক বছর অতিবাহিত হলেও কাপ্তাই স্কুল থেকে জাকির হোসেন ‘স’ মিল সড়কটি সংস্কার করা হয়নি। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। প্রতিদিন এ সড়কটি দিয়ে স্কুল-কলেজ-মাদরাসার শিক্ষার্থী ছাড়াও জনসাধারণ চলাচল করে। গত বর্ষা মৌসুমে সড়কটি ভাঙন দেখা দিলেও অদ্যাবধি তা সংস্কার করা হয়নি। ব্রিজের পাশে সড়কটি থেকে বিভিন্ন স্থানে ইট-সিমেন্ট ওঠে যাওয়ায় ভাঙন দেখা দিয়েছে। এ ভাঙনে রাতে-দিনে জনসাধারণ এবং শিক্ষার্থীরা চলতে গিয়ে আহত হচ্ছে।
স্কুলশিক্ষার্থী হাসান ও তাসলিমা, পথচারী রেজাউল ও হুমায়ূন বলেন, এ অবস্থায় আমরা আর কতদিন মৃত্যুর ঝুঁকি নিয়ে সড়ক দিয়ে চলাচল করব। আমরা এ সড়ক মেরামত বাবদ নিরাপদে চলতে চাই।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল আহাদ সেলিম বলেন, এ সড়ক মেরামতের জন্য বাজেট দেয়া হয়েছে, বাজেট এলেই বাস্তবায়ন করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক

১৫ জানুয়ারি, ২০২৩
২১ ডিসেম্বর, ২০২২
২৩ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ