রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দীর্ঘ এক বছর অতিবাহিত হলেও কাপ্তাই স্কুল থেকে জাকির হোসেন ‘স’ মিল সড়কটি সংস্কার করা হয়নি। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। প্রতিদিন এ সড়কটি দিয়ে স্কুল-কলেজ-মাদরাসার শিক্ষার্থী ছাড়াও জনসাধারণ চলাচল করে। গত বর্ষা মৌসুমে সড়কটি ভাঙন দেখা দিলেও অদ্যাবধি তা সংস্কার করা হয়নি। ব্রিজের পাশে সড়কটি থেকে বিভিন্ন স্থানে ইট-সিমেন্ট ওঠে যাওয়ায় ভাঙন দেখা দিয়েছে। এ ভাঙনে রাতে-দিনে জনসাধারণ এবং শিক্ষার্থীরা চলতে গিয়ে আহত হচ্ছে।
স্কুলশিক্ষার্থী হাসান ও তাসলিমা, পথচারী রেজাউল ও হুমায়ূন বলেন, এ অবস্থায় আমরা আর কতদিন মৃত্যুর ঝুঁকি নিয়ে সড়ক দিয়ে চলাচল করব। আমরা এ সড়ক মেরামত বাবদ নিরাপদে চলতে চাই।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল আহাদ সেলিম বলেন, এ সড়ক মেরামতের জন্য বাজেট দেয়া হয়েছে, বাজেট এলেই বাস্তবায়ন করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।